কলকাতা, 2 এপ্রিল:আইএসএল ট্রফি জয়ের রেশ এখনও রয়েছে ৷ ভরা আইপিএল মরশুমে আইএসএল জয়ের রেশ নিয়েই সুপার কাপের প্রস্তুতিতে নামছে এটিকে মোহনবাগান। আইএসএল এবং আই লিগের দলগুলো ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিছুটা দেরিতে হলেও রবিবার সুপার কাপের প্রস্তুতি শুরু করছে জুয়ান ফেরান্দোর দল ৷ কেরলের মাটিতে আসন্ন সুপার কাপে আইএসএল চ্যাম্পিয়ন 'মেরিনার্স' যে ফেভারিট, তা বলার অপেক্ষা রাখে না।
কোচ জুয়ান ফেরান্দো নিজেও চাইবেন আইএসএল ট্রফি জয়ের পরে সুপার কাপ ঘরে তুলতে। পাশাপাশি নতুন মরশুমের দল গুছিয়ে নেওয়ার কাজটাও সেরে নিতে চাইবেন স্প্যানিয়ার্ড। সবুজ-মেরুন স্কোয়াডে সাত জন বিদেশি ফুটবলারের মধ্যে ছ'জন রয়েছেন সুপার কাপের দলে। চোটের জন্য জনি কাউকো আইএসএলের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। ফিনল্যান্ডের ইউরোকাপার মেরিনার্সের আইএসএল জয়ের অনুষ্ঠানে আসলেও তার মাঠে নামার বিষয়টি এখনও অনেক দেরি রয়েছে।
চলতি বছরের নভেম্বর মাসের আগে তাঁর ফেরা অনিশ্চিত। এই অবস্থায় বাকি ছয় বিদেশিকে কেরল নিয়ে গেলেও জুয়ান ফেরান্দো কতজনকে প্রথম একাদশে খেলাতে পারবেন তা বড় প্রশ্ন। চোট সারিয়ে মাঠে ফেরা তিরিকে সুপার কাপে ফিরতে দেখা যাবে কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে সবুজ-মেরুন সমর্থকদের। কারণ তিরি আইএসএলের নক আউট পর্ব থেকে দলের সঙ্গে অনুশীলন করছেন। নতুন মরশুমের দলে তাঁকে রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সুপার কাপে দেখে নেওয়া জরুরি।
আরও পড়ুন:ভাঙল তিলোত্তমার আবেগের বাঁধ, ভারতসেরা হয়ে শহরে ফিরল বাগান
তিরি ফিট হলে ব্র্যান্ডন হামিল নতুন মরশুমে বাদ পড়বেন। একইভাবে স্লাভকোকে হয়তো নতুন মরশুমে রাখা হবে না। কারণ এই মরশুমে একজন স্ট্রাইকারকে নিতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস। ইতিমধ্যে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বর্তমান দলে তিনটি বদল হতে পারে। নতুন মরশুমে হয়তো সবুজ-মেরুন জার্সি ছাড়তে পারেন হগো বুমোস। ফরাসি মিডফিল্ডারের সঙ্গে কোচ জুয়ান ফেরান্দোর মতের অমিল এই দলবদলের নেপথ্যে। ইতিমধ্যে ভারতীয় ফুটবলার আনোয়ার আলিকে দলে নিয়েছে সবুজ-মেরুন। দলবদলের এই পর্যায়ে মেরিনার্সরা সাবধানে পা ফেলতে চায়। তবে আপাতত পাখির চোখ সুপার কাপ ।