পানাজি, 4 ফেব্রুয়ারি : ডার্বি জয়ের পরের ম্যাচে পয়েন্ট হারানোর ময়দানি প্রবাদ আইএসএলেও বর্তমান । বৃহস্পতিবার অগোছালো মুম্বই সিটি এফসিকে বাগে পেয়েও জিততে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাগান । তারপর থেকেই দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে । ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে কেন শেষ কয়েক মিনিটের জন্য নামানো হল, তা নিয়ে প্রাক্তনরা প্রশ্ন তুলছেন । তার মাঝেই দলের পারফরম্যান্স নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করলেও দলের খেলায় সন্তুষ্ট এটিকে মোহনবাগান কোচ (ATKMB coach juan Ferrando) ।
তাঁর মতে, চোট আঘাতের সমস্যা নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল । নেই গোলমেশিন রয় কৃষ্ণ। সেই কারণেই মুম্বইয়ের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েও খুশি সবুজ-মেরুন কোচ । ম্যাচের 9 মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গেলেও 28 মিনিটে প্রীতম কোটালের আত্মঘাতী গোলে সমতা ফেরায় মুম্বই । এরপর অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি হুগো বুমোস, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা । গোলের সুযোগ পেয়েছিল মুম্বইও । আহমেদ জাহু, ক্যাসিয়ানোরাও পাল্লা দিয়ে গোল মিস করতে থাকায় জেতা হয় ওঠেনি ।
সুযোগ নষ্টের খেসারত যে দিতে হয়েছে তা মেনে নিয়েছেন জুয়ান । তিনি বলেন, ''আমাদের দলে অনেক সমস্যা ছিল । সুযোগ তৈরি করলেও তিন পয়েন্ট পাইনি । এটা বড় সমস্যা । একটা আত্মঘাতী গোল হলেও আমাদের সামনে অনেক সুযোগ ছিল ।'' পয়েন্ট টেবিলে শেষ চারে জায়গা পাওয়ার দৌড় এবার গায়ে গায়ে । তাই হালকাভাবে নেওয়ার কোনও কারণ দেখছেন না তিনি ।