পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan: বকেয়া না-মেটালে লিগ খেলতে রাজি নয় মোহনবাগান - ইস্টবেঙ্গলের প্রতিনিধি থাকলেও ছিলেন না এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি

তিন প্রধানকে নিয়ে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা এই মরশুমে ধাক্কা খেতে চলেছে। গত মরশুমের পরে এই মরশুমেও কি কলকাতা লিগে খেলবে মোহনবাগান, তা নিয়ে প্রশ্ন রয়ে গেল। এ নিয়ে ধোঁয়াশা শনিবার কাটার কথা ছিল ৷ কিন্তু হল উলটোটা ৷ লিগে খেলা নিয়ে ধোঁয়াশা আরও বেড়ে গেল (ATK Mohun Bagan) ৷

ATK Mohun Bagan
এটিকে মোহনবাগানের

By

Published : Jul 9, 2022, 11:10 PM IST

কলকাতা, 9 জুলাই:শনিবার দুপুরে প্রিমিয়ার এর দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছিল আইএফএ। বৈঠকে ইস্টবেঙ্গলের প্রতিনিধি থাকলেও ছিলেন না এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি। তবে একইসঙ্গে কলকাতা লিগ ও ডুরান্ডের খেলা চলতে থাকায় সমস্যা হতে পারে মহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গলের মত দলগুলি। তা নিয়েই আলোচনা চলে দীর্ঘ সময়। দুপুর দেড়টায় শুরু হয় মিটিং। এটিকের সঙ্গে গাঁটছড়া বাধার পর থেকেই মোহনবাগান স্থানীয় লিগে নিয়ে অনিশ্চিত (ATK Mohun Bagan) ।

কারণ সিদ্ধান্ত নেওয়ার ভার এখন কর্তাদের হাতে নয়। অন্যদিকে, পরিস্থিতির কথা দেখিয়ে সবুজ মেরুন সরে যায়। এদিনের বৈঠকে পুরো প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। পরিস্থিতির কারণে এক সাপ্তাহে তিনটি ম্যাচও খেলতে হতে পারে দলগুলিকে। 10 সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করতে হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "মিটিংয়ে এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি আসেননি। হয়তো তাঁরা ব্যস্ত রয়েছেন। আমরা আবারও চিঠি দিয়ে জানাব।"

আরও পড়ুন :এএফসি’র প্রস্তুতি ম্যাচে বাংলার বিরুদ্ধে 1-0 গোলে হার এটিকে মোহনবাগানের

তবে ডুরাণ্ড একই সময়ে চলতে থাকায় ভারসাম্য রাখা কঠিন মানছেন সকলে। দুই টুর্নামেন্ট একসঙ্গে চলতে থাকায় যে সমস্যা হতে পারে তা মেনে নিলেন আইএফএ সচিব অনির্বাণও। তিনি বলেন, "দেখুন, ডুরান্ডও থাকবে, কলকাতা লিগও করতে হবে। এবার সমস্যা হয়েছে ৷ কলকাতা লিগ চালু করতে কিছুটা দেরি হওয়ায়।" আগের মরশুমেও কলকাতা লিগে দেখা যায়নি এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গলকে। এবারেও এটিকে মোহনবাগানের খেলার সম্ভবনা খুব একটা দেখা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের দলও তৈরি নয়। এই অবস্থায় কী হবে কলকাতা লিগের ভবিষ্যৎ তা নিয়ে সকলেই দ্বিধায়।

আইএফএ-র বকেয়া না মেটালে না খেলার হুমকি এটিকে মোহনবাগানের

বারবার না খেলায় বড় ক্লাবগুলি শাস্তি পাবে কি না তা নিয়েও কথা উঠেছে। ছোট ক্লাব হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারত। না খেলা দলগুলোকে সহজে ছাড়ত না আইএফএ, অতীতের উদাহরণ এইরকম রয়েছে। সেই কারণেই এমন প্রশ্ন উঠছে ৷

এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল যদি এই মরশুমেও না খেলে তবে কি তাদের শস্তির মুখে পড়তে হবে? এই প্রশ্নের উত্তরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "ক্লাবগুলোর জন্যই আইএফএ রয়েছে। কোনও ক্লাব যদি বলে খেলব না তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনও সে রকম কিছু কোনও দল বা ক্লাব বলেনি।"

আরও পড়ুন :এএফসি কাপের মূল পর্বের প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের, খেলা হবে ফ্লাড লাইটে

এখনও কবে কলকাতা লিগের জট কাটবে তা বলা যাচ্ছে না। এটিকে মোহনবাগান যে খেলছে না তা এক প্রকার ধরে নেওয়াই যায়। কারণ, শনিবার সকালে জুয়ান ফেরান্দো দল নিয়ে তার পরিকল্পনায় এটিকে মোহনবাগানের কলকাতা লিগ খেলা নিয়ে কিছু বলেননি। তিনি ডুরান্ড কাপ, সুপার কাপের জন্য প্রস্তুতির কথা বললেও কলকাতা লিগ নিয়ে কিছু বলেননি।

ABOUT THE AUTHOR

...view details