পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan vs Odisha FC : অধরা ‘কলিঙ্গ বধ’, চ্যাম্পিয়ন্স লিগের রাস্তা কঠিন হল বাগানের - ATK Mohun Bagan vs Odisha FC ends as a draw

অধরাই রইল ‘কলিঙ্গ বধ’ ৷ ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগেও ম্যাচ ড্র করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা কঠিন করে ফেলল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Odisha FC ends as a draw) ।

ATK Mohun Bagan
চ্যাম্পিয়ন্স লিগের রাস্তা কঠিন হল বাগানের

By

Published : Feb 24, 2022, 10:58 PM IST

ভাস্কো, 24 ফেব্রুয়ারি :পরপর দু'ম্যাচে ড্র ৷ তাতেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা কঠিন করে ফেলল এটিকে মোহনবাগান । পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছতে প্রয়োজন ছিল তিন পয়েন্ট । কিন্তু ভাবনা এবং বাস্তবায়নে বিরাট ফাঁক । সেই ফাঁকা দিয়েই দু'পয়েন্ট বেরিয়ে গেল জুয়ান ফেরান্দোর (Mohun Bagan vs Odisha FC in ISL) ।

শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন হুগো বুমোস, লিস্টন কোলাসোরা । ম্যাচের শুরুতেই ওড়িশা এফসি-কে এগিয়ে দেন রিদিন লাঙের । পেনাল্টি থেকে গোল শোধ করেন জনি কাউকো । 17 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল সবুজ-মেরুন । জাভি হার্নান্দেজের পেনাল্টি নষ্ট, পরিবর্ত হিসেবে মাঠে নেমে লাল কার্ড দেখলেন রয় কৃষ্ণা, তিলক ময়দানে নব্বই মিনিট জমজমাট ।

ওড়িশা এফসির রক্ষণ এবং মাঝমাঠের কড়া নজরদারিতে সবুজ-মেরুন ফুটবলাররা ম্যাচে কার্যত কর্তৃত্বই পেলেন না । বিরতির আগে জাভি পেনাল্টি নষ্ট না করলে ওড়িশা এফসি তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারত । বিরতির পরে ম্যাকহিউয়ের পরিবর্তে নামেন রয় কৃষ্ণা ৷ ফিজিয়ান তারকা মাঠে নামলেও দাগ কাটতে ব্যর্থ । বরং ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে দলের সমস্যা বাড়ালেন ।

আরও পড়ুন : Bashundhara owner visits East Bengal : ‘‘আপনারা আমাকে কিনে নিলেন’’, ইস্টবেঙ্গলের পাশে থাকার বার্তা বসুন্ধরা কর্ণধারের

যদিও দলের প্রধান ফুটবলারের লাল কার্ড নয়, ফেরান্দোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দলের চোট-আঘাত-ক্লান্তি ৷ লিস্টন কোলাসোর ছন্দে না থাকার কারণও সেই ক্লান্তিই । ফলে সব মিলিয়ে গঙ্গাপাড়ের ক্লাবের প্রত্যাশিত দাপট উধাও । বরং শেষ দিকে ওড়িশার গোলমুখী শট বারে লেগে প্রতিহত না হলে শূন্য হাতেই ফিরতে হত মেরিনার্সদের ।

ABOUT THE AUTHOR

...view details