পানাজি, 8 জানুয়ারি : শনিবার ওড়িশা এফসি ম্যাচের আগে দুঃসংবাদ এটিকে মোহনবাগান শিবিরে ৷ জৈব নিরাপত্তা বলয়ে থেকেও করোনা আক্রান্ত বাগানের ফুটবলার ৷ পরিস্থিতি পর্যালোচনা করে আজকের ম্যাচ স্থগিত ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ (ATK Mohun Bagan vs Odisha FC Match Postponed) ৷ এক বিবৃতি জারি করে ইন্ডিয়ান সুপার লিগ জানিয়েছে, মেডিক্যাল টিমের পরামর্শ নিয়েই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ প্রোটোকল মেনে ভাইরাস আক্রান্ত ফুটবলারের নাম প্রকাশ্যে আনেনি আইএসএল কর্তৃপক্ষ ৷
তবে দর্শকশূন্য গ্যালারি, জৈব নিরাপত্তা বলয়ের বজ্র আঁটুনি সত্ত্বেও কীভাবে ভাইরাস হানা দিল আইএসএলে, তা নিয়ে উদ্বেগ বাড়বে সন্দেহ নেই ৷ যদিও ফুটবলারদের পাশাপাশি লিগের সঙ্গে জড়িত প্রত্যেকটি দলের সাপোর্ট-স্টাফ এবং অন্যান্যদের নিরাপত্তার বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ ৷ এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের কথাও বলা হয়েছে সেখানে ৷ ওড়িশা এফসি'র বিরুদ্ধে বাগানের ম্যাচের পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করবে লিগ কর্তৃপক্ষ (The League will look to reschedule the fixture to a later date) ৷ ফতোরদায় আজ কলিঙ্গদের বিরুদ্ধে জিতলেই শীর্ষে ওঠার হাতছানি ছিল জুয়ান ফেরান্দোর দলের ৷ সেই সম্ভাবনায় কাঁটা ছড়িয়ে দিল করোনা ৷