কলকাতা, 7 ফেব্রুয়ারি : মঙ্গলবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan vs Hyderabad FC Match Preview) ৷ তার আগে গোলস্কোরারের অভাব মেটাতে রয় কৃষ্ণাকে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ফেরানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে ৷ হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিজিয়ান স্ট্রাইকার অনেকটাই ফিট ৷ ফলে তাঁকে শুরু থেকে খেলানোর ব্যাপারে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো প্রায় স্থির করে ফেলেছেন বলেই জানা যাচ্ছে (Roy Krishna will Play Against Hyderabad FC) ৷
পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে সবুজ মেরুন (ATK Mohun Bagan vs Hyderabad FC) ৷ সবুজ মেরুনের সামনে আর পাঁচটি ম্যাচ বাকি ৷ প্রথম চারে জায়গা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে পরপর দু’টো ম্যাচ গুরুত্বপূর্ণ ৷ তবে, এক নম্বরে ওঠার চিন্তা করে বাড়তি চাপ না নিয়ে ম্যাচ ধরে এগোতে চাইছেন এটিকে এমবি’র কোচ । তবে, সেই লক্ষ্যে পৌঁছাতে চোট আঘাত ও মানসিক ক্লান্তি বড় বাধা ৷ ফলে মেরিনার্সদের প্রত্যাশিত ছন্দে পাওয়া যাচ্ছে না ৷ সবুজ মেরুন কোচ বলছেন সমস্যা সত্ত্বেও তাঁর দল যে পারফরম্যান্স করছে তাতে তিনি খুশি ৷
জুয়ান ফেরান্দো জানিয়েছেন, ‘‘দলের প্রতিটি ফুটবলারের ওপর আমার ভরসা রয়েছে ৷ আশুতোষ মেহতা, দীপক টাঙরি, মনবীর সিং সকলেই ভাল ফুটবলার ৷ যে সমস্যাগুলি রয়েছে তা শুধরে নেওয়া নিয়ে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে ৷ এটা ঠিক অনেক ফুটবলার একশো শতাংশ ফিট নয় ৷ তবে, এই সমস্যা পরিস্থিতির কারণে ৷ যে সমস্যায় অন্য দলগুলিও ভুগছে ৷’’
আরও পড়ুন : SC East Bengal Vs Odisha FC : শেষ দুই সাক্ষাতে একডজন গোল হজম, ইতিহাস বদলাতে মরিয়া লাল-হলুদ