পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup : আবাহনী ম্যাচ কার্যত ফাইনাল ধরেই এগোচ্ছে মোহনবাগান - ATK Mohun Bagan will face Dhaka Abahani in AFC Cup

শ্রীলঙ্কার ব্লুস্টার এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের পরে প্রত্যাশা বেড়েছে । ফেরান্দো আগেই বলেছিলেন, তিনি ম্যাচ ধরে এগোতে চান । ব্লুস্টারের বিরুদ্ধে বড় জয় তৃপ্তি দিলেও সাজঘরে আত্মতুষ্টির জায়গা নেই । কোচের সেই মানসিকতাই ফুটবলারদের মধ্যেও সংক্রমিত হয়েছে (ATK Mohun Bagan vs Dhaka Abahani) ।

Mohun Bagan
আবাহনী ম্যাচ কার্যত ফাইনাল ধরেই এগোচ্ছে মোহনবাগান

By

Published : Apr 18, 2022, 10:52 PM IST

কলকাতা, 18 এপ্রিল : নিয়মের গেরোয় নেই রয় কৃষ্ণা । পারিবারিক সমস্যায় ফেরার পর এখনও নিজের দেশেই রয়েছেন ফিজি তারকা ৷ ফলে তাঁকে বাদ রেখেই দল সাজাচ্ছেন জুয়ান ফেরান্দো । সন্দেশ ঝিঙ্গানের চোট এখনও সারেনি । একই কারণে থাকছেন না সোসাইরাজ । যদিও না পাওয়ার তালিকায় চোখ না রেখে তিন পয়েন্টকেই পাখির চোখ করছেন সবুজ-মেরুন কোচ (ATK Mohun Bagan will face Dhaka Abahani in AFC Cup) ।

ঢাকা আবাহনী ম্যাচকে কার্যত প্লে-অফ ফাইনাল হিসেবেই দেখছে গঙ্গাপাড়ের ক্লাব । মঙ্গলবার পদ্মাপাড়ের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলবে জনি কাউকো, লিস্টন কোলাসোরা । শ্রীলঙ্কার ব্লুস্টার এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের পরে প্রত্যাশা বেড়েছে । চাপ বাড়ছে বুঝতে পেরে ফুটবলাররা সতর্ক । ফেরান্দো আগেই বলেছিলেন, তিনি ম্যাচ ধরে এগোতে চান । ব্লুস্টারের বিরুদ্ধে বড় জয় তৃপ্তি দিলেও সাজঘরে আত্মতুষ্টির জায়গা নেই । কোচের সেই মানসিকতাই ফুটবলারদের মধ্যেও সংক্রমিত হয়েছে ।

সবুজ-মেরুন হেডস্যার বলেন, “প্রতিপক্ষ হিসেবে দলটি শক্তিশালী । ওদের খেলা আমরা দেখেছি । প্রতিপক্ষের কোনও বিশেষ একজন নয়, গোটা দলকে নিয়েই চিন্তা করছি । গ্যালারিতে দর্শক সংখ্যা বাড়বে । পরের পর্বে যেতে হলে এই ম্যাচটি আমাদের ফাইনাল হিসেবে ধরে নিয়ে এগোতে হবে । দল হিসেবে আমাদের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে । মঙ্গলবারের সন্ধ্যায় আমরা সেই চেষ্টাই করব ।”

সেই সুর অধিনায়ক প্রীতম কোটালের গলাতেও । বাংলাদেশের ফুটবল সম্পর্কে তিনি পরিচিত । প্রতিপক্ষকে নিয়ে সমীহর সুর শোনা গেল তাঁর গলাতেও । অধিনায়ক বলেন, “পরের পর্বে যেতে হলে আমাদের এই ম্যাচ জিততে হবে । সেদিক থেকে ফাইনাল খেলার মানসিকতা নিয়েই আমাদের নামতে হবে ।”

আরও পড়ুন : পাহাড়ের ফুটবলার তুলে আনতে অ্যাকাডেমি গড়ছেন ‘পাহাড়ি বিছে’

স্প্যানিশ ফুটবল বনাম পর্তুগিজ ফুটবল দ্বৈরথ । জুয়ান ফেরান্দো বনাম মার্কোস লেমোসের দ্বৈরথকে এভাবেই দেখছে দুই বাংলার ফুটবল ভক্তরা । মার্কোস লেমোস বলছেন, মোহনবাগানে একাধিক ভাল ফুটবলার রয়েছে । বিশেষ করে হুগো বুমোসকে নিয়ে চিন্তিত ।’’

ABOUT THE AUTHOR

...view details