পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan eyes Derby লক্ষ্য ডার্বি জয়, ডুরান্ডের আগে প্র্যাকটিসে পর্দা দিল গঙ্গাপাড়ের ক্লাব

17 অগস্ট থেকে 19 অগস্ট পর্যন্ত জনি কাউকো, লিস্টন কোলাসোদের অনুশীলন চলাকালীন কেউ মাঠে ঢুকতে পারবেন না (ATK Mohun Bagan) । সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে পর্দার আড়ালেই থাকতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব (ATK Mohun Bagan to Practice in Closed Door) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 10:53 PM IST

কলকাতা, 18 অগস্ট: ডুরান্ড কাপে প্রথম ম্যাচের আগে দেখা যাবে না হুগো বুমোস, জনি কাউকোদের প্র্যাকটিস (ATK Mohun Bagan) । বুধবার থেকেই সবুজ-মেরুনের গা-ঘামানো দেখতে পাচ্ছেন না সমর্থকরা ৷ এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে । ডুরান্ডে 28 অগস্ট মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল । সেই জন্যই এবার থেকে ক্লোজডোর অনুশীলন করাবেন বাগানের হেডস্যর জুয়ান ফেরান্দো (ATK Mohun Bagan eyes to win Derby) ।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ? গতকাল, আজ এবং আগামfকাল অর্থাৎ 17 অগস্ট থেকে 19 অগস্ট পর্যন্ত জনি কাউকো, লিস্টন কোলাসোদের অনুশীলন চলাকালীন কেউ মাঠে ঢুকতে পারবেন না । সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 17-19 অগস্ট দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত ক্লাবের গেট বন্ধ থাকবে । তবে খোলা থাকবে ক্লাব টেন্ট ও অন্য অংশ । শুধু মাঠে বা গ্যালারিতে প্রবেশ করা যাবে না । ডুরান্ড কাপের টিকিট নিতে অনেকেই আসছেন ক্লাবে । আরও অন্যান্য কাজেও অনেকেই আসেন মোহনবাগানে । সেই জন্যই ক্লাব বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (ATK Mohun Bagan to Practice in Closed Door) ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে পর্দার আড়ালেই থাকতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব । এমনকি সাংবাদিক সম্মেলনও প্রথম ম্যাচের আগে করবেন না দলের হেডস্যর । তাঁর বক্তব্য এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট পাঠিয়ে দেবেন । পূর্ণ শক্তির দল নিয়ে এবছর ডুরান্ড কাপে জুয়ান ফেরান্দো । মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের পারফর্ম্যান্সের রাশটা উঁচু তারে বাঁধতে চাইছেন বাগানের বস ।

আরও পড়ুন : লাল হলুদের গোলরক্ষক তুলে নিল সবুজ মেরুন

নির্বাসনের ডামাডোলের মধ্যে এএফসি কাপের সেমিফাইনালে 7 সেপ্টেম্বর খেলা হবে কি না, বোঝা যাচ্ছে না । তবে ফেরান্দো ধাপে ধাপেই এগোতে চাইছেন । ফলে শুধুমাত্র ডুরান্ডের প্রথম ম্যাচই পাখির চোখ । ধারেভারে সবুজ-মেরুন ব্রিগেড প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেডের তুলনায় অনেক এগিয়ে । তবে প্রথম ম্যাচে অজানা শত্রুকে দেখে নিয়ে দাপুটে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে চান ফেরান্দো ।

ABOUT THE AUTHOR

...view details