কলকাতা, 18 অগস্ট: ডুরান্ড কাপে প্রথম ম্যাচের আগে দেখা যাবে না হুগো বুমোস, জনি কাউকোদের প্র্যাকটিস (ATK Mohun Bagan) । বুধবার থেকেই সবুজ-মেরুনের গা-ঘামানো দেখতে পাচ্ছেন না সমর্থকরা ৷ এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে । ডুরান্ডে 28 অগস্ট মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল । সেই জন্যই এবার থেকে ক্লোজডোর অনুশীলন করাবেন বাগানের হেডস্যর জুয়ান ফেরান্দো (ATK Mohun Bagan eyes to win Derby) ।
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ? গতকাল, আজ এবং আগামfকাল অর্থাৎ 17 অগস্ট থেকে 19 অগস্ট পর্যন্ত জনি কাউকো, লিস্টন কোলাসোদের অনুশীলন চলাকালীন কেউ মাঠে ঢুকতে পারবেন না । সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 17-19 অগস্ট দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত ক্লাবের গেট বন্ধ থাকবে । তবে খোলা থাকবে ক্লাব টেন্ট ও অন্য অংশ । শুধু মাঠে বা গ্যালারিতে প্রবেশ করা যাবে না । ডুরান্ড কাপের টিকিট নিতে অনেকেই আসছেন ক্লাবে । আরও অন্যান্য কাজেও অনেকেই আসেন মোহনবাগানে । সেই জন্যই ক্লাব বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (ATK Mohun Bagan to Practice in Closed Door) ।