কলকাতা, 30 অগস্ট: ডুরান্ড কাপের পরের পর্বে যাওয়ার অঙ্ক এখন জটিল। ডার্বি জয় সেই দৌড়ে টিকে থাকার অক্সিজেন দিয়েছে মাত্র। পাশাপাশি একাধিক সুযোগ তৈরি করেও তার ফায়দা তোলা যাচ্ছে না। গত তিনম্যাচের এই খামতিটাই তাড়া করে বেড়াচ্ছে কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। বুধবার ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan to play Indian Navy on Wednesday)। কিন্তু নৌ-সেনাদের বিরুদ্ধে সামান্য অঘটনে টিকে থাকার আশাটাই শেষ হয়ে যাবে। তাই মঙ্গলবার সকালের অনুশীলনে পুরো দলকে সতর্ক করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ।
জোড়া কার্ড দেখায় এই ম্যাচে হুগো বুমোস (Hugo Boumous) খেলতে পারবেন না। ফরাসি ডিফেন্ডারের অনুপস্থিতির কারণে দলের ফর্মেশন নতুন করে করতে হবে। তবে তা নিয়ে স্প্যানিশ কোচ বাড়তি চিন্তিত নন। ফেরান্দো বলছেন, "আমার হাতে 25 জন ফুটবলার রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রস্তুত। জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, ম্যাকহিউ, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি সকলেই দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই সকলের প্রতি আমি আস্থাশীল।" বাহাত্তর ঘণ্টার ব্যবধানে এই আর্দ্র গরমে ম্যাচ খেলা সমস্যার হলেও তা নিয়ে অজুহাত দিতে চান না বাগান কোচ ৷ বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে লক্ষ্যপূরণে স্থির থাকতে চান তিনি।