কলকাতা, 20 মে : চোটের ধাক্কায় জেরবার এটিকে মোহনবাগান ৷ হার দিয়ে শুরু করার পর এএফসি'র দ্বিতীয় ম্যাচে শক্তিশালী একাদশ গড়তে হিমশিম সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। এর মধ্যে আবার শিবিরে তাল কাটল দলবদলের খবরে। নির্ভরযোগ্য অজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসকে আগামী মরশুমের জন্য দলে নিল মুম্বই সিটি এফসি ৷ প্রবীর দাস আবার সোয়াপ ডিলে যাচ্ছেন বেঙ্গালুরুতে ৷ এএফসি কাপের মরণ-বাঁচন ম্যাচে নামার আগে এই দুই ফুটবলারের দলবদলের খবর নিশ্চিতভাবে মনসংযোগে ব্যাঘাত ঘটাবে বাগানের (ATK Mohun Bagan to face Bashundhara Kings in AFC Cup tomorrow) ।
প্রথম ম্যাচে গোকুলামের কাছে 2-4 পর্যুদস্ত হওয়ার পর এএফসি-র মূলপর্বে মেরিনার্সদের পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ চ্যালেঞ্জিং ৷ তবু কার্ল ম্যাকহিউকে পাশে বসিয়ে মরিয়া চেষ্টার কথা শোনালেন কোচ জুয়ান ফেরান্দো ৷ দলের পয়লা নম্বর ডিফেন্ডার তিরি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। পরিবর্ত সন্দেশ ঝিঙ্গান চোট সারিয়ে উঠলেও পুরো ম্যাচ খেলার মত জায়গায় নেই ৷ এমতাবস্থায় প্রীতম কোটালের সঙ্গে কার্ল ম্যাকহিউকে জুড়ে দিয়ে রক্ষণ গোছানোর চেষ্টায় বাগানের স্প্যানিশ কোচ ৷ দুই সাইড-ব্যাক শুভাশিস বসু এবং প্রবীর দাস থাকবেন। মাঝমাঠে লেনি রডরিগেজ গোকুলাম এফসি'র বিরুদ্ধে ব্যর্থ। পরিবর্তে দীপক টাংরিকে খেলানোর পরিকল্পনা রয়েছে ফেরান্দোর ৷