কলকাতা, 1 এপ্রিল : প্রতিপক্ষ ঠিক হয়নি ৷ তবে, প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নয় এটিকে মোহনবাগান ৷ তাই শুক্রবার বিকেল থেকে অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন ফুটবলাররা (ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday) ৷ 12 এপ্রিল এএফসি কাপের খেলায় অংশ নেবেন হুগো বুমোস, রয় কৃষ্ণারা ৷ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা ৷ এটিকে’র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়ার পর প্রথমবার কলকাতায় খেলবে সবুজ মেরুন ক্লাব ৷ ফলে ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে ৷ ইতিমধ্যে, এএফসি কাপের ম্যাচের টিকিট সদস্যদের বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ ৷
কোচ জুয়ান ফেরান্দো ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামার আগে কোনও খামতি রাখতে রাজি নন ৷ তাই শুক্রবার বিকেল পাঁচটায় এএফসি কাপের অনুশীলনে নামবে সবুজ মেরুন (AFC Cup Preparation) ৷ দলের সব ফুটবলার আসেননি ৷ তারা ধীরে ধীরে যোগ দেবেন ৷ কোচ স্বয়ং শুক্রবার সকালে শহরে পা দেবেন ৷ এদিকে আইএসএল’র দলগুলিও নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত ৷ বিশ্বস্ত সূত্রের খবর, এটিকে মোহনবাগানের প্রীতম কোটালকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে কেরল ব্লাস্টার্স ৷