পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Debnath Mondal লাল হলুদের গোলরক্ষক তুলে নিল সবুজ মেরুন - দেবনাথ মণ্ডল

গোলকিপার দেবনাথ মণ্ডল (Debnath Mondal) এ বার এটিকে মোহন বাগান শিবিরে ৷ তাঁর হাত ধরেই প্রস্তুতি ম্যাচে হার বাঁচিয়েছিল লাল হলুদ শিবির (ATK Mohun bagan signs goal keeper Debnath Mondal)৷

atk-mohun-bagan-signs-goal-keeper-debnath-mondal
লাল হলুদের গোলরক্ষক তুলে নিল সবুজ মেরুন

By

Published : Aug 18, 2022, 4:10 PM IST

কলকাতা, 18 অগস্ট: মুখ্যমন্ত্রীর ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধনের দিনেই দলবদলে বড় ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল । মঙ্গলবারই নৈহাটিতে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন দেবনাথ মণ্ডল (Debnath Mondal)। আর ঠিক তার পরের দিনই তাঁকে সই করিয়ে সকলকে চমকে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun bagan signs goal keeper Debnath Mondal)। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল-হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ । কার্যত তাঁর হাতেই প্রস্তুতি ম্যাচ হলেও হার বেঁচেছিল লাল-হলুদের । কিন্তু 24 ঘণ্টা যেতে না যেতেই তিনি বিপক্ষের শিবিরে ।

ইস্টবেঙ্গল ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে ইমামির কর্তারা যখন বলছিলেন, 'এ বারে সময় হাতে পাইনি । তবুও লড়াই করছি ।' ঠিক সেই সময়ই তাঁর দলের সঙ্গে অনুশীলন করা ফুটবলারকে তুলে নিল এটিকে মোহনবাগান । ভালো খেলার পর ফুটবলারকে সই করাতে 24 ঘণ্টা সময় লাগিয়ে ফেললেন কর্তারা । আর সেই ফাঁকে সেই ফুটবলারকে তুলে নিয়ে গেল বিপক্ষ । সিদ্ধান্তের গড়িমসিতে প্রতিশ্রুতিমান ভালো ফুটবলার হাতছাড়া । 70 বা 80-র দশকে ময়দানে দলবদলের গল্প অনেক শোনা যায়, তবে এই ধরনের ঘটনা এই সময় বিরল । ইমামি ইস্টবেঙ্গল সূত্রের খবর, ট্রায়ালে এসেছিলেন দেবনাথ । হয়তো একটা ম্যাচ নয়, আরও কিছুটা সময় তাঁকে দেখে নিয়ে সই করানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেন কোচ ।

আরও পড়ুন:'আটাত্তরের বড় ম্যাচে ব্যাকভলিতে করা গোলটাই সেরা', মোহনবাগান রত্ন হাতে জানালেন শ্যাম থাপা

আগে সই করা 13 জন স্বদেশি ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল ইমামি ইস্টবেঙ্গল । পরে আরও কয়েকজনের তালিকা প্রকাশ করে তারা । তবে কোনও তালিকাতেই নাম নেই দেবনাথের । ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়তো দেখে নিতে চাইছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও বিনো জর্জ । কিন্তু তারপরেও সই হয়নি তাঁর । আর এর মাঝেই বুধবার বিকেলে দেবনাথ মণ্ডলের সই করার কথা জানিয়ে দিল এটিকে মোহনবাগান ।

মোহনবাগান সেল অ্যাকাডেমি থেকে উঠে আসা এই গোলরক্ষক এর আগে খেলেছেন চার্চিল ব্রাদার্সে । এটিকে রিজার্ভ দলেও ছিলেন তিনি । ডালহৌসি, মহামেডান এসি-র হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details