পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2022 : এফএফসি কাপ থেকে বিদায় ! কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজিকে দুষলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত - জুয়ান ফেরান্দো

এএফসি কাপ থেকে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিদায়ের পর এবার কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন ক্লাব সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta Criticises Coach Juan Fernando Strategy) ৷ দিমিত্রি পেত্রাতোস না খেলানোয় ফেরান্দোর সমালোচনা করলেন তিনি ৷

atk-mohun-bagan-secretary-debashis-dutta-criticises-coach-juan-fernando-strategy-in-afc-semi-finals
atk-mohun-bagan-secretary-debashis-dutta-criticises-coach-juan-fernando-strategy-in-afc-semi-finals

By

Published : Sep 9, 2022, 11:54 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে এটিকে মোহবাগানের (ATK Mohun Bagan) হার নিয়ে বিস্ফোরক সচিব দেবাশিস দত্ত ৷ প্রশ্ন তুললেন, কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে (Debashis Dutta Criticises Coach Juan Fernando Strategy) ৷ দিমিত্রি পেত্রাতোসকে খেলানো উচিত ছিল বলে জানালেন তিনি ৷ পাশাপাশি, কলকাতা লিগে এটিকে মোহনবাগান অংশ নেবে কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Mohun Bagan Secretary Debashis Dutta) ৷

দেবাশিস দত্ত জানান, কুয়ালালামপুর এফসির কাছে পরাজয়ের পরে মানসিকভাবে তাঁদের দল বিধ্বস্ত হয়ে পড়েছে ৷ তাছাড়া ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের ব্যস্ততার জন্যও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি ৷ পাশাপাশি, মোহনবাগান ক্লাবের সচিব জানিয়েছেন, আইএফএ যদি বকেয়া টাকা মেটানোর বিষয়ে সময় নিতে পারে তাহলে কলকাতা লিগে খেলার ব্যাপারে মোহনবাগান ক্লাবের সময় নেওয়ার মধ্যে কোনও দোষের নেই ৷ তাই সময় নিয়ে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ কলকাতা লিগে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত ৷

কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজিকে দুষলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

ডুরান্ড কাপের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালেও হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে ৷ এই হারের ফলে এএফসি কাপে খেলার যোগ্যতা হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যা নিয়ে হাত কামড়াচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ৷ তবে, এই হার নিয়ে মোহনবাগান কর্তাদের মত, কোচের ভুল স্ট্র্যাটেজির কারণেই হারতে হয়েছে তাঁদের ৷ পাশাপাশি, গোলের সুযোগ তৈরি করেও, গোল দিতে না পারা বা সুযোগ নষ্ট করার যে প্রবণতা এই মুরশুমের শুরু থেকে দেখা গিয়েছিল তা বুধবারের ম্যাচেও বজায় রেখেছিলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা ৷

এনিয়ে স্পষ্ট আক্ষেপ শোনা গেল মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায় ৷ তিনি জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে খেলান উচিত ছিল । তিনি বলেন, ‘‘দিমিত্রিকে এই ম্যাচে না খেলানো একটা বড় ভুল ৷ আমরা ভালো খেলেছি ৷ গোলের সুযোগ তৈরি করেছি ৷ কিন্তু, গোল হয়নি ৷ তার কারণ, গোল করার মতো কেউ ছিল না ৷ দিমিত্রি থাকলে এই সমস্যা হত না ৷ ডুরান্ডেও আমরা ভাল খেলেছি, কিন্তু গোল করতে পারিনি ৷ তাই দিমিত্রিকে না খেলানোটা বড় ভুল হল ৷ সুযোগ যেটা পেয়েছিলাম সেটা কাজে লাগাতে পারলাম না ৷’’

আরও পড়ুন:ফাইনালে নোঙর ফেলতে ব্যর্থ পালতোলা নৌকো, এএফসি থেকে বিদায় বাগানের

আর ম্যাচে হার নিয়ে কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজিকেই দায়ী করছেন দেবাশিস ৷ যার পরেই প্রশ্ন উঠছে, তবে কি কোচের উপর আস্থা হারাচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা ? তা যদিও স্পষ্ট করেননি তিনি ৷ তবে, অনেক আশা নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান তা বলাই যায় ৷

সংযুক্তিকরণের সময় এটিকে মোহনবাগানের অন্যতম প্রধান ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, এটিকে মোহনবাগানকে এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান তিনি ৷ ডুরান্ডের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালে হেরে যাওয়ায় আপাতত সেই স্বপ্ন যে অনেকটাই হোঁচট খেয়েছে তা বলাই যায় ৷ তাই এ বার দ্রুত দলকে দ্রুত গুছিয়ে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে নামাই এখন প্রধান লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোরা ৷ যদিও, তার আগে কলকাতা লিগ রয়েছে ৷ আর সেখানে এটিকে মোহনবাগানের খেলা নিয়েও ধোঁয়াশা অব্যহত ৷ তবে, খেললে আরও ভালো করে এটিকে মোহনবাগানের শক্তি ও দুর্বলতাগুলিকে যাচাই করে নিতে পারবেন জুয়ান ফেরান্দো ৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

ABOUT THE AUTHOR

...view details