পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATKMB Transfer Updates: দল ছাড়লেন লেনি, মাঝমাঠে ভরসা দিতে বাগানে প্রত্যাবর্তন গ্লেনের - Lenny Rodrigues

চোট-আঘাত সমস্যা দূর করার পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ঘর গোছানোর কাজ সারল সবুজ-মেরুন (ATK Mohun Bagan FC) । মোহনবাগান ছাড়লেন লেনি রড্রিগেজ। সাড়ে তিন বছরের চুক্তিতে তাঁর জায়গায় জুয়ান ফেরান্দোর দলে সই করলেন মার্টিন্স। সই করলেও দলের সঙ্গে মানিয়ে নিতে কবে থেকে অনুশীলনে নামছেন গ্লেন তা জানাল দল ৷

ATKMB
সবুজ মেরুনে এলেন গ্লেন মার্টিন্স

By

Published : Jan 23, 2023, 7:49 PM IST

কলকাতা, 23 জানুয়ারি:চোট-আঘাত এবং হার, সঙ্গে যোগ হয়েছে ড্র ৷ আর এই ধাক্কায় কি এটিকে মোহনবাগান দিগভ্রষ্ট? ক্রমেই দলের ফোকাস সরে যাচ্ছে। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের পরে চেন্নাইয়িন এফসি'র সঙ্গে ড্র। পরপর দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোর ধাক্কায় প্রথম দু'য়ে শেষ করার সম্ভাবনা যে ক্ষীণ, তা মানছেন কোচ জুয়ান ফেরান্দো। আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কথা বললেও তা কেমন যেন ছন্নছাড়া।28 জানুয়ারি ঘরের মাঠে প্রতিপক্ষ ওড়িশা এফসি। 22 পয়েন্ট নিয়ে যারা মেরিনার্সদের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় চোট-আঘাত সমস্যা দূর করার পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ঘর গোছানোর কাজ সারল সবুজ-মেরুন।

ফলশ্রুতি হিসেবে, এটিকে মোহনবাগান ছাড়লেন লেনি রডরিগেজ (Lenny Rodrigues)। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবুজ-মেরুন ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মিডফিল্ডার। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় এটিকে মোহনবাগানের পক্ষ থেকে। সোশাল মিডিয়ায় পোস্টে লেনিকে ধন্যবাদ জানানো হয়েছে। তাঁর জায়গায় দলে এলেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। দলের মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের জায়গাটা শক্তিশালী করতেই এই পরিবর্তন। এটিকে মোহনবাগানের হয়ে এর আগেও খেলেছেন গোয়ানিজ ডিফেন্সিভ মিডফিল্ডার।

তাঁর জায়গায় দীপক টাংরিকে নেওয়া হলেও লাভ হয়নি। চোট পেয়ে পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। লেনি রডরিগেজ দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। শোনা যাচ্ছে, মেরিনার্স শিবির থেকে বেরিয়ে ফের এফসি গোয়াতে সই করতে চলেছেন লেনিও। অন্যদিকে সাড়ে তিন বছরের চুক্তিতে জুয়ান ফেরান্দোর দলে সই করলেন মার্টিন্স। সোশাল মিডিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছে সবুজ-মেরুন ৷ সই করলেও দলের সঙ্গে মানিয়ে নিতে কবে থেকে অনুশীলনে নামছেন গ্লেন?

এটিকে মোহনবাগানের তরফে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দেবেন তিনি। শনিবার আইএসএল-এ ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকেই সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন জুয়ান। এফসি গোয়ার হয়ে নিয়মিত খেলার মধ্যে থাকা গ্লেনকে ফিরে পাওয়ায় মোহনবাগানের মাঝমাঠের শক্তি বাড়বে বলেই আশা করা যাচ্ছে। তবে গোল করার লোকের অভাব ক্রমেই ভোগাচ্ছে এটিকে মোহনবাগানকে। সঙ্গে মাঝমাঠের ব্লকারের অভাবে ডিফেন্স চাপে পড়ে যাচ্ছে। ফলে যেকোনও সময় গোল খাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:জার্সির ওজন ফুটবলাররা অনেক সময় নিতে পারছে না: কনস্ট্যানটাইন

চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন পুইতিয়া। আগের ম্যাচগুলিতে ভালো ফর্মে থাকলেও চেন্নাইনের বিরুদ্ধে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। বিশেষত প্রথমার্ধে। বরাবরই ব্লকিং-এর জায়গায় সমস্যায় পড়তে হয়েছে এটিকে মোহনবাগানকে। বিভিন্ন ফুটবলারকে এই জায়গায় খেলিয়ে দেখার চেষ্টাও করে গিয়েছেন জুয়ান। তবে তাতে খুব একটা লাভ হয়নি। সেই জন্যই ফের গ্লেনের ওপর ভরসা করছেন এটিকে মোহনবাগান কোচ। পাশাপাশি সুযোগ তৈরি করেও গোল করতে না-পারার সমস্যাও ভোগাচ্ছে এটিকে মোহনবাগানকে। তাই নতুন ফুটবলারের অর্ন্তভুক্তি, চোট-আঘাত সমস্যা এবং পুরো দলের ভেদশক্তির অভাব এটিকে মোহনবাগানকে বড্ড অগোছালো দেখাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details