কলকাতা, 23 জানুয়ারি:চোট-আঘাত এবং হার, সঙ্গে যোগ হয়েছে ড্র ৷ আর এই ধাক্কায় কি এটিকে মোহনবাগান দিগভ্রষ্ট? ক্রমেই দলের ফোকাস সরে যাচ্ছে। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের পরে চেন্নাইয়িন এফসি'র সঙ্গে ড্র। পরপর দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোর ধাক্কায় প্রথম দু'য়ে শেষ করার সম্ভাবনা যে ক্ষীণ, তা মানছেন কোচ জুয়ান ফেরান্দো। আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কথা বললেও তা কেমন যেন ছন্নছাড়া।28 জানুয়ারি ঘরের মাঠে প্রতিপক্ষ ওড়িশা এফসি। 22 পয়েন্ট নিয়ে যারা মেরিনার্সদের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় চোট-আঘাত সমস্যা দূর করার পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ঘর গোছানোর কাজ সারল সবুজ-মেরুন।
ফলশ্রুতি হিসেবে, এটিকে মোহনবাগান ছাড়লেন লেনি রডরিগেজ (Lenny Rodrigues)। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবুজ-মেরুন ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মিডফিল্ডার। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় এটিকে মোহনবাগানের পক্ষ থেকে। সোশাল মিডিয়ায় পোস্টে লেনিকে ধন্যবাদ জানানো হয়েছে। তাঁর জায়গায় দলে এলেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। দলের মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের জায়গাটা শক্তিশালী করতেই এই পরিবর্তন। এটিকে মোহনবাগানের হয়ে এর আগেও খেলেছেন গোয়ানিজ ডিফেন্সিভ মিডফিল্ডার।
তাঁর জায়গায় দীপক টাংরিকে নেওয়া হলেও লাভ হয়নি। চোট পেয়ে পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। লেনি রডরিগেজ দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। শোনা যাচ্ছে, মেরিনার্স শিবির থেকে বেরিয়ে ফের এফসি গোয়াতে সই করতে চলেছেন লেনিও। অন্যদিকে সাড়ে তিন বছরের চুক্তিতে জুয়ান ফেরান্দোর দলে সই করলেন মার্টিন্স। সোশাল মিডিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছে সবুজ-মেরুন ৷ সই করলেও দলের সঙ্গে মানিয়ে নিতে কবে থেকে অনুশীলনে নামছেন গ্লেন?