পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Final 2022-23: গোয়ায় সবুজ-মেরুন, বেঙ্গালুরুকে থামানোর প্রতিজ্ঞা স্লাভকো ডামিয়ানোভিচের - ডিফেন্ডার স্লাভকো ডামিয়ানোভিচ

আইএসএল ফাইনাল (ISL Final 2022-23) খেলতে গোয়ায় পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান ৷ শনিবার তাঁদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ৷ এই ম্যাচের আগে ধারাবাহিকতার নিরিখে অনেকটাই এগিয়ে বেঙ্গালুরু ৷ তারা গত 11 ম্যাচ অপরাজিত রয়েছে ৷

ISL 2022-23
ISL 2022-23

By

Published : Mar 17, 2023, 12:23 PM IST

কলকাতা, 17 মার্চ: বেঙ্গালুরু এফসিকে থামাতে পারে একমাত্র এটিকে মোহনবাগান ৷ এমনটাই মনে করেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার স্লাভকো ডামিয়ানোভিচ (Slavko Damjanovic) ৷ উল্লেখ্য, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি শেষ এগারোটি ম্যাচ জিতে ধারাবাহিকতার শীর্ষে রয়েছে ৷ কিন্তু, ডামিয়ানোভিচের মতে, ফাইনালে 'ল অব অ্যাভারেজ' মেনে থামবেন সুনীল ছেত্রীরা ৷ এর সবথেকে বড় কারণ দল হিসেবে সবুজ-মেরুনের বোঝাপড়া ৷ গোয়ায় আইএসএল ফাইনাল শনিবার ৷ প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে মেরিনার্সরা বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে গিয়েছেন (ATK Mohun Bagan Preparation for ISL Final) ৷

ট্রফি জিততে মরিয়া মনোভাব এটিকে মোহনবাগানের ইউএসপি বলে জানাচ্ছেন স্লাভকো ডামিয়ানোভিচ । নক-আউট পর্ব থেকেই পুরো দলটা বদলে গিয়েছে ৷ ভারতে প্রথমবার খেলতে এসেছেন স্লাভকো ডামিয়ানোভিচ ৷ মাঠ ভরা দর্শকের সমর্থনে বিস্মিত সার্বিয়া মান্টিনেগ্রোর ভিফেন্ডার ৷ ডার্বিতে গোল করে এবং বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ৷ তারপর থেকে সবুজ-মেরুন রক্ষণের ভরসা হয়ে উঠেছেন ৷ যার জেরে ব্র্যান্ডন হামিল একাদশ থেকে ছিটকে পরিবর্ত হিসেবে দলের সঙ্গে রয়েছেন ৷

তবে, ফাইনালের আগে এটিকে মোহনবাগান এসব নিয়ে চিন্তা করছে না ৷ সকলেই বুঝতে পারছেন ট্রফি অধরা থাকলে যাবতীয় পরিশ্রম বৃথা ৷ তাই স্লাভকো বলেন, "ডার্বির জয়ের পরে পুরো দলটাই দারুণ ফর্মে ৷ ডার্বি কঠিন ম্যাচ ছিল নিঃসন্দেহে ৷ সেটা জেতার পর আমরা আর হারিনি ৷ বেঙ্গালুরু ধারাবাহিক ৷ শনিবারও আমরা ওদের থামাবো ৷ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্যকিছু ভাবতে পারছি না ৷" ৷ ইতিমধ্যেই তাঁর ছেলে-মেয়েরা নিত্যনতুন আবদারের তালিকায় আইএসএল ট্রফিকে রেখেছে ৷ তাদের ইচ্ছে মেটাতে স্লাভকো দৃঢ়প্রতিজ্ঞ ৷

সেমিফাইনালে হায়দ্রাবাদ এফসি-কে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু এফসি-র চ্যালেঞ্জ ৷ সার্বিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, হায়দ্রাবাদের এফসি-র রক্ষণ মজবুত ছিল ৷ বেঙ্গালুরু এফসি-র আক্রমণ বেশি শক্তিশালী । রয় কৃষ্ণার বিরুদ্ধে তিনি খেলেছেন বলে জানালেন ৷ আর ফিজি স্ট্রাইকার যে অনেকটা জায়গা জুড়ে খেলেন, তাও তাঁর জানা ৷ রয় কৃষ্ণাকে খুব বুদ্ধিমান ফুটবলারের সার্টিফিকেট দিয়েছেন স্লাভকো ডামিয়ানোভিচ ৷ আর প্রতিপক্ষের কোনও ফুটবলারকেই তিনি খাটো করে দেখতে রাজি নন ৷ তাই 120 মিনিটের প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:অনুশীলনে ফিরলেন আশিক, সৈকত রাজ্যে উড়ে যাওয়ার আগে মুখে কুলুপ বাগানে

ঘরের মাঠে আইএসএল ট্রফি তোলার স্বপ্ন দেখছেন গ্লেন মার্টিন্স ৷ গোয়ার ফুটবলার শনিবার চেনা মাঠ এবং দর্শকদের সামনে ফাইনাল খেলবেন ৷ ইতিমধ্যে, গ্লেন মার্টিন্সের পরিচিতরা টিকিট কেটে মাঠে থাকার কথা জানিয়েছেন ৷ সবুজ-মেরুন জার্সিতে ট্রফি জয় করতে পারলে স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন গ্লেন মার্টিন্স ৷ তার জন্য একশো শতাংশের বেশি উজাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন গোয়ার এই মিডফিল্ডার ৷

এটিকে মোহনবাগানের ধারাবাহিক ভালো ফুটবল খেলা প্লেয়ারদের তালিকায় উপরের দিকে থাকবেন শুভাশিস বসু ৷ ফাইনালের আগে বাঙালি সাইডব্যাক বলছেন, “ডার্বির পরে আমরা প্রতিটি ম্যাচ ফাইনাল খেলার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি ৷ শনিবারও উজাড় করে দেব ৷ ওদের দলে রয় কৃষ্ণা, সুনীল ছেত্রীরা থাকলেও দারুণ ছন্দে রয়েছে জাভি হার্নান্দেজ ৷ আমাদের শক্তি টিম বন্ডিং ৷ ট্রফি নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যেই মাঠে নামব আমরা ৷’’

ABOUT THE AUTHOR

...view details