কলকাতা, 28 জুলাই: দলবদলের বাজারে নতুন চমক । চমকের নাম তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । এখন তিনি কোনও দলেরই নন । হঠাৎ করেই সবুজ-মেরুন শিবির তাঁকে রিলিজ করে দিয়েছে । ভারতীয় ডিফেন্ডার বিদেশের মাটিতে খেলতেই বেসি পছন্দ করেন । এবারও তাঁর ইচ্ছে ছিল বিদেশে খেলতে যাবেন । আর সেই জন্যই প্রস্তাব থাকলেও এতদিন মোহনবাগানের চুক্তিতে সই করেননি তিনি (ATK Mohun Bagan part ways with Sandesh Jhingan) ।
তবে এবার সবুজ-মেরুনের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তাঁকে ঘিরে আগ্রহের পারদ চড়ছে । বৃহস্পতিবার সকালেই কলকাতায় পা রেখেছেন হেড কোচ জুয়ান ফেরান্দো । তারপরেই সন্দেশকে ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের তরফ থেকে । তবে কি গত মরশুমের মতো ফের বিদেশে খেলতে যাচ্ছেন সন্দেশ ? তবে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে ভারতের ক্লাবগুলিও । ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি আসরে নেমেছে বেঙ্গালুরু এফসিও ।
বিদেশেও যাওয়ার রাস্তা খোলা রয়েছে সন্দেশের সামনে । তবে সেক্ষেত্রে অনেক কম টাকায় সই করতে হবে তাঁকে । এর আগেও ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দিয়েছিলেন ভারতের এই স্টপার । তবে একটি ম্যাচেও মাঠে নামেননি ৷ 2020 সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান । প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি । কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার । চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ । সিবেনিক থেকে ফের সবুজ-মেরুনে যোগ দেন তিনি । সূত্রের খবর, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তিনি ।
আরও পড়ুন : দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি
কিন্তু আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবেন ঝিঙ্গান ? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল । বেশ কিছুদিন ধরে সন্দেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে লাল-হলুদ । যদিও একটা সময় ঘনিষ্ঠ মহলে সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু মোহনবাগানের হয়েই খেলবেন । তবে তিনি পেশাদার ফুটবলার । তাই লাল-হলুদ জার্সিও তাঁর গায়ে উঠতে পারে ।