কলকাতা, 1 সেপ্টেম্বর:মোহনবাগানের কলকাতা লিগে খেলার ব্যাপারে তৈরি হওয়া জট খোলার জোরালো ইঙ্গিত স্তরীয় বৈঠকে । গোষ্ট পাল সরণিতে আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত । বৈঠকে ছিলেন মোহনবাগান ফুটবল সচিব স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলেছে সেই আলোচনা । বকেয়া টাকা নিয়ে আইএফএ কোনওভাবে মোহনবাগানের সঙ্গে যোগাযোগ করছে না (ATK Mohun Bagan) । এই মর্মে আইএফএ'কে 31 অগস্ট পর্যন্ত সময় দিয়েছিল মোহনবাগান (ATK Mohun Bagan may participate in Calcutta Football League) ।
আরও পড়ুন: নৌ-সেনাদের টেক্কা, তবুও শেষ আট নিশ্চিত নয় মেরিনার্সের
আইএফএ-মোহনবাগানের ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে । এমনটাই দাবি দুই কর্তার । বৈঠক শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "আজ আইএফএ সচিব অনির্বান দত্ত এসেছিলেন । আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। উনি সমস্যা সমাধানের মানসিকতা নিয়েই আলোচনা করতে এসেছিলেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে । বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে আমি কোনও নিদির্ষ্ট অঙ্ক উল্লেখ করতে চাই না ৷ আইএফএ সচিব আমাদের একটা প্রস্তাব দিয়েছেন । আমিও একটা প্রস্তাব দিয়েছি । উনি আইএফএ'র অফিস পদাধিকারীদের সঙ্গে আলোচনা করে আগামী 5 সেপ্টেম্বর সিদ্ধান্ত জানাবেন ।’’