কলকাতা, 14 জানুয়ারি: বাঙালি গোলরক্ষকের দিন আর নেই। ভারতীয় ফুটবলে অবাঙালি গোলরক্ষকরাই ভরসার হাত জুগিয়ে চলেছেন। অজান্তে কবে সুব্রত পাল, দেবজিৎ মজুমদাররা পিছনের সারিতে চলে গিয়েছেন, তাঁরাও জানেন না। যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবাসরীয় সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। 29 মিনিটে ছাংতের গোলে টানা ন'টি ম্যাচে জয়ের নজির গড়ে কলকাতা ছাড়ছে মুম্বই (Mumbai City FC Win)।
আইএসএলের পয়েন্ট টেবিলে 36 পয়েন্ট নিয়ে মগডালে তারা। ব্যবধান বাড়িয়ে মুম্বই সিটি এফসি'র জয়ের ছবি বিধ্বংসী হতে পারত। কিন্তু সেই পথে কাঁটা হয়ে রইলেন সবুজ-মেরুন গোলরক্ষক বিশাল কাইথ। শুরুর দশ মিনিটে দু'টো নিশ্চিত গোল তিনি বাঁচান ছাংতের পা থেকে। গ্রেগ স্টুয়ার্টের পা থেকেও তিনি দলের পতন রোধ করেন। শেষ পর্যন্ত 29 মিনিটে হার মানলেন। গ্রেগ স্টুয়ার্টের বাড়ানো বল আলবার্তো নগুয়েরা ধরে তা ছাংতেকে বাড়িয়ে দেন। বক্সের বাইরে ছাংতের নেওয়া শট এবং গোল। বিরতির আগে এটিকে মোহনবাগান সেভাবে গোলের মুখ খুলতে ব্যর্থ। এই সময় স্টুয়ার্ট, জাহু, বিপিন সিং, ছাংতেরা ফুল ফোটাচ্ছেন।