কলকাতা, 11 নভেম্বর: আইএসএল (ISL)-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এটিকে মোহনবাগান । সন্দেহ নেই দারুণ ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । তবুও দলে কিছু পরিবর্তন দরকার বলে মনে করছে সবুজ-মেরুন শিবির । মূলত দলের ডিফেন্স এবং আক্রমণ ভাগের গোল করার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে । গোলের সুযোগ তৈরি হলেও তা বাস্তবায়নে ফাঁক থাকছে ।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুভাশিস বসুর গোলে জয় এসেছে । তার আগে চলতি আইএসএলে প্রথমবার গোল পেলেন লিস্টন কোলাসো । তবে সুযোগ নষ্টের বহর দেখে সংশয় সদস্য সমর্থকদের মধ্যে । যদিও বিষয়টি পাত্তা দিচ্ছেন না জুয়ান ফেরান্দো । নতুন ছকে দলকে খেলাচ্ছেন। যেখানে ফলস নাইনের ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য ।
কিন্তু সেই ছক কতটা কার্যকরী, তা প্রমাণ সাপেক্ষ । যদিও জুয়ান ফেরান্দো বলছেন, তিনি সুযোগ তৈরি হওয়াকে গুরুত্ব দিচ্ছেন । বাকিটা গুরুত্ব পাচ্ছে না । তাই কুড়িটা সুযোগ নষ্ট হলেও তিনি উদ্বিগ্ন নন । ম্যাচের শেষে জয় পাওয়া সবার আগে । এবং সেটা যতক্ষণ হচ্ছে, তা নিয়ে বাড়তি চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করেন ।
দলের স্ট্রাইকারদের পাশে দাড়ালেও রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে জুয়ান ফেরান্দোর । এখনও খুশি হতে পারছেন না এটিকে মোহনবাগান কোচ । শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের এক ফুটবলারের দিকেও নজর রয়েছে তাঁর ।
ইস্টবেঙ্গলের (East Bengal) এই ডিফেন্ডারকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান । ইস্টবেঙ্গলের হয়ে ভালো ছন্দে থাকা লালচুংনুঙ্গাকে নাকি দলে নিতে চায় এটিকে মোহনবাগান ! এমন গুঞ্জন ময়দানে শোনা গেলেও, এটিকে মোহনবাগান কর্তারা এই ব্যাপারে মুখ খোলেননি । ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মোহনবাগানে আসতেই পারেন । তবে, লালচুংনুঙ্গা আসলে শ্রীনিধি ডেকান এফসি-র ফুটবলার । সেখান থেকে লোনে লাল-হলুদ ক্লাবে এসেছেন তিনি । এবার এটিকে মোহনবাগানে সই করতে হলে, শ্রীনিধির সঙ্গে কথা বলতে হবে এটিকে মোহনবাগানকে ।
এটিকে মোহনবাগান কাকে ছাড়তে পারে ?
মরশুমের শুরুতে ফ্রান্সের বিখ্যাত ফুটবলার পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে দলে এনে চমক দিলেও, এখনও পর্যন্ত ভালো কিছু করে দেখাতে পারেননি এই বিদেশি ফুটবলার । তাঁর জায়গায় স্ট্রাইকার নিয়ে আসতে পারে এটিকে মোহনবাগান । ফ্লোরেন্টিন ডিফেন্ডার হলেও তাঁর জায়গায় স্ট্রাইকার নিয়ে আসতে চাইলে সমস্যা হয়ে যেতে পারে দলে । এমনটাই মত বেশ কয়েকজন সবুজ-মেরুন সমর্থকের । তবে তা হবে না । কারণ, এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে টিরির । তিনি চোট সারিয়ে খেলার মতো জায়গায় আছেন কি না, তা জেনেই পদক্ষেপ নেবেন এটিকে মোহনবাগান কর্তারা । এবার সামনে এফসি গোয়া (FC Goa) । তারই প্রস্তুতিতে দলকে নিয়ে নেমে পড়তে চান এটিকে মোহনবাগান কোচ ।
আরও পড়ুন:শুভাশিসের শেষ মুহূর্তের গোলে আইল্যান্ডারদের বিরুদ্ধে পুরো পয়েন্ট বাগানে