কলকাতা, 17 সেপ্টেম্বর: এটিকে মোহনবাগানের ফের বায়নাক্কা । ফলে কলকাতা লিগের সুপার সিক্সের সূচি শনিবার চুড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হল না (Calcutta Football League 2022) । প্রথমে বকেয়া মেটানোর দাবি, তারপর জাতীয় দলের শিবিরের কারণে ফুটবলার না-থাকার কথা বলার পর এবার এফএসডিএলের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা জানাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
আধঘণ্টার মিটিং শেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ”সুপার সিক্সে তিনটি দল কারা হবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে । ভবানীপুর ক্লাব, খিদিরপুর এবং এরিয়ান ক্লাব সুপার সিক্সে উন্নীত । তবে সূচি কী হবে তা এখনও চুড়ান্ত হয়নি । শনিবার এই বিষয়ে বৈঠকে করলাম আমরা । সেখানে সুপার সিক্সের ছয় দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন । ইমামি ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে । মহমেডানেরও আপত্তি নেই । ভবানীপুর ক্লাব ডামি ফিক্সচার দেওয়ার কথা বলেছে । বাকিরা লিগ কতদিন দীর্ঘায়িত হবে তা জানতে চেয়েছে । কারণ ছোট ক্লাবের বাজেট সঙ্কুলানের বিষয়টি রয়েছে । ওদের যুক্তির তাৎপর্য রয়েছে । কিন্তু এটিকে মোহনবাগানের এফএসডিএলের অনুমতির কথা বলেছে । আইএফএ'র অনুরোধ মেনে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ডামি ফিক্সচার পাঠাচ্ছে । তা নিয়ে আপত্তি না থাকলে তারপরেই ঠিক হবে প্রিমিয়র ডিভিশনের সুপার সিক্সের সূচি ।”
মোহনবাগানের এবারের কলকাতা লিগে খেলার ক্ষেত্রে জটিলতা যে কাটেনি, শনিবারের তা বৈঠকে প্রমাণিত (ATK Mohun Bagan in Calcutta Football League) । ভিয়েতনাম সফরের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন সবুজ-মেরুনের তিন ফুটবলার । লিস্টন কোলাসো, আশিক ক্রুনিয়ান ও দীপক টাংরি যাচ্ছেন ভিয়েতনাম সফরে । তাই কলকাতা লিগ খেলার ক্ষেত্রে খুব বেশি জটিলতা থাকছে না । তবুও এফএসডিএলের অনুমতির কথা তুলে সবুজ-মেরুনের প্রতিনিধিরা কার্যত লিগ শেষ করার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করলেন । 25 সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ আয়োজনের জন্য পুলিশ পাওয়া যাবে । তারমধ্যে অন্তত দু'টো ম্যাচ করাতে চাইছে আইএফএ । তবে ডার্বি আয়োজন সম্ভব নয় ।