কলকাতা, 29 অগস্ট: এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে (AFC Cup Inter Zonal Semifinals) কুয়ালা লামপুর এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ৷ আগামী 7 সেপ্টেম্বর এই ম্যাচ হবে ৷ দু’বার মালয়েশিয়ান লিগজয়ী কুয়ালা লামপুর এফসি এশিয়ান জোনাল ফাইনালে ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বিরুদ্ধে জিতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছে ৷
গতবছর এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টার-জোনাল সেমি-ফাইনালে লড়াই করেও এফসি নাসাফের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে ৷ গতবারও এ বছরের মতো গ্রুপ স্টেজ ও কোয়ালিফাইং স্টেজে অসাধারণ পারফর্মেন্স করেছিল এটিকে মোহনবাগান ৷ কিন্তু, সেমি-ফাইনালে গিয়ে হারতে হয়েছিল মেরিনার্সদের ৷ কিন্তু, এ বছর আর সেই ভুল করতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ গ্রুপ ডি থেকে টেবিল টপার হিসাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে তাঁর দল ৷