পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATKMB vs HFC : দ্বিতীয় লেগে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মোহনবাগান

ওগবেচে কাঁটায় আইএসএল ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়েছে এটিকে মোহনবাগানের । 16 মার্চ সেমিফাইনালের ফিরতি লড়াইয়ে 3-0 ব্যবধানে জিততে পারলে তবেই সবুজ-মেরুনের জন্য ফাইনালের দরজা খুলবে । যা অসম্ভব না হলেও কঠিন (ATK Mohun Bagan vs Hyderabad FC in ISL Semi) ।

HFC
হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মোহনবাগান

By

Published : Mar 14, 2022, 11:07 AM IST

পানাজি, 14 মার্চ : বুধবার আইএসএলের ফিরতি সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান । ইতিমধ্যে 3-1 গোলে প্রথম পর্বের সেমিফাইনাল জিতে সুবিধাজনক জায়গায় রয়েছে হায়দরাবাদ এফসি । রয় কৃষ্ণা, হুগো বুমোসদের আইএসএলের ফাইনালের টিকিট পেতে হলে 3-0 গোলে জিততে হবে । কাজটা কঠিন হলেও অসম্ভব নয় । কিন্তু তার বাস্তবায়নে সবুজ-মেরুনের কাঁটা হতে পারে চোট (ATK Mohun Bagan eyes to beat Hyderabad FC) ।

গত ম্যাচে তিরি চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন । তবে তাঁর চোট ভয়ঙ্কর কিছু নয় । বুধবারের ম্যাচে বাগানের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার শুরু থেকেই খেলবেন বলে আশ্বস্ত করা হয়েছে । তিরি তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন যে বুধবারের ম্যাচে খেলবেন । শুধু তাই নয়, তিন গোলে জিতে ফাইনালে যাওয়ার ব্যাপারে দল যে আত্মবিশ্বাসী সেটাও বলেছেন ।

ম্যাচের পরেই দলের ফিজিও জুয়ান ফেরান্দোকে জানিয়েছিলেন, তিরির চোট গুরুতর নয় । ফলে বুধবার ফিরতি সেমিফাইনালে মাঠে নামতে অসুবিধা হবে না । ইতিমধ্যেই প্রথমে গোল করেও জয় না পাওয়ায় ফুটবলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোহনবাগান কোচ ফেরান্দো ।

আরও পড়ুন : তিন দশক পর বাগানে 'ব্রাত্য' বসু পরিবার, নেপথ্যে কি 'অনুপ্রেরণা'

রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলা একাদশের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন । বাকিদের অনুশীলন করান তিনি । প্রথম পর্বের হারের জন্য খেলোয়াড়দের মনসংযোগক হারানোকেই দায়ী করছেন সবুজ-মেরুনের চাণক্য । হায়দরাবাদ এফসি-র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সামান্য শিথিলতা যে কতটা ভয়ঙ্কর হতে তা ছেলেরা বুঝেছে বলে জানিয়েছেন তিনি । দু'টো গোল প্রতিপক্ষকে কার্যত উপহার দেওয়া হয়েছে । ফলে দ্রুত ভুল শুধরে হায়দরাবাদ বধ করে ফাইনালে ওঠাই লক্ষ্য গঙ্গাপাড়ের ক্লাবের ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details