কলকাতা, 8 মার্চ: সাত সকালে এটিকে মোহনবাগানে খুশির খবর । গোলরক্ষক বিশাল কাইথ চলতি আইএসএলের গোল্ডেন গ্লাভস জিতেছেন । দশটি ম্যাচে গোল না-খাওয়ার কারণেই সেরা স্বীকৃতি তাঁর হাতে । ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন । চোটের ধাক্কা এতটাই বড় ছিল যে, পুরো স্টেডিয়াম বড় অঘটনের আশঙ্কায় শিউড়ে উঠেছিল । তারপর শুধু সুস্থ হওয়াই নয়, ফিট হয়ে উঠে আইএসএল সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সবুজ-মেরুনের দূর্গরক্ষায় ফের তৈরি বিশাল কাইথ । তার আগে গোল্ডেন গ্লাভস প্রাপ্তি মেরিনার্সদের গোলরক্ষককে আত্মবিশ্বাসী করে তুলবে (ATK Mohun Bagan eyeing for away win)।
ওড়িশার বিরুদ্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া আশিক কুরুনিয়ানকে মুম্বইয়ে পাঠানো হচ্ছে । সেখানে ফিজিও তাঁকে দেখার পর ভবিষ্যত চিকিৎসার পথটি ঠিক হবে । হায়দরাবাদের বিরুদ্ধে আশিক কুরুনিয়ান খেলতে পারবেন না । সম্ভবত তাঁর মাঠের বাইরে থাকার সময় দীর্ঘায়ত হতে চলেছে । অন্যদিকে, পারিবারিক সমস্যা মিটিয়ে ব্রেন্ডন হামিল সরাসরি নিজামের শহরে পৌঁছে গিয়েছেন । তাঁর প্রত্যাবর্তন নিশ্চিতভাবে জুয়ান ফেরান্দোর বিকল্প বাড়াল (ATK Mohun Bagan eyeing for away win against Hyderabad FC)।
সবুজ-মেরুন চাণক্যের অবশ্য পাওয়া না-পাওয়ার তালিকায় চোখ রাখার সময় নেই । মোহনবাগানের ডাগ-আউটে বসে তিনি আইএসএল ট্রফিকে চাঁদমারি করছেন । যা সম্ভব করতে হলে সেমিফাইনালের হোম অ্যান্ড অ্যাওয়ের ফিরতি লড়াইয়ে রাশ হাতে রাখতে হবে । সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে বুধবার বিকেলের বিমানে রওনা হচ্ছে ফেরান্দোর ছেলেরা। তার আগে সকালে শেষবারের মত ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নিলেন প্রীতম কোটাল, শুভাশিস, স্লাভকো, কার্ল ম্যাকহিউরা। অনুশীলন শেষে হুগো বুমোসকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জুয়ান ফেরান্দো । আইএসএলের প্রাথমিক পর্বের পারস্পরিক লড়াইয়ে হায়দরাবাদ এফসি এবং মোহনবাগান একটি করে জয় পেয়েছে । এবার নতুন প্রেক্ষাপটে ফের মুখোমুখি দুই দল । তাই আগের লড়াইয়ের রেশ না-টেনে মেরিনার্সরা নতুনভাবে শুরু করতে চাইছে ।