কলকাতা, 28 ফেব্রুয়ারি:প্রাথমিক পর্ব শেষ । এবার প্লে-অফ । তিন নম্বরে শেষ করায় এটিকে মোহনবাগান ঘরের মাঠে 4 মার্চ শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে (ATK Mohun Bagan vs Odisha FC) । সেমিফাইনালে জায়গা করে নিতে এই নকআউট ম্যাচটি জিততেই হবে । তাই সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল সবুজ-মেরুন । ডার্বিতে জয় জুয়ান ফেরান্দোর দলকে শুধু মর্যাদার লড়াইয়ে অপরাজিত তকমা ধরে রাখতে সাহায্য করেনি, পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গা পাকা করে দিয়েছে । যদিও মেরিনার্সরা মিশন প্লে অফের স্ট্যান্স শূন্য থেকে শুরু করতে চাইছে ।
সোমবার অনুশীলনে ডার্বির একাদশে ব্যস্ত থাকল স্ট্রেচিং এবং ফিজিক্যাল কন্ডিশানিং নিয়ে । বাকিরা অনুশীলন করলেন বল নিয়ে । চোটের জন্য কার্ল ম্যাকহিউ ডার্বিতে খেলতে পারেননি । প্লে অফের অনুশীলনে তিনি নেমেছেন । তবে বল নিয়ে নয়, রিহ্যাব করতেই ব্যস্ত থাকলেন । আইরিশ ডিফেন্ডার বলেন, ''আশা করি ফিট হয়ে উঠতে পারব । তারপর প্রথম একাদশে রাখার বিষয়টি কোচের ওপর নির্ভর করবে । সতীর্থদের ডার্বিতে জয় তুলে নিয়ে আসার কথা বলেছিলাম । ওরা তা করেছে । এবার প্লে-অফে ফের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ '' বলছেন । সেই সঙ্গেই যোগ করেছেন, '' ঘরের মাঠে খেলাটা অবশ্যই অ্যাডভান্টেজ । দল হিসেবে ওড়িশা এফসি শক্তিশালী । সতর্ক হয়ে খেলতে হবে ।'' চোট সমস্যা কাটছে । কার্ড সমস্যা নেই । ফলে ওড়িশার বিরুদ্ধে পূর্ণ উদ্যোমে শুরু করলেন সবুজ-মেরুন কোচ । ডার্বিতে চোট এবং কার্ড সমস্যা সত্ত্বেও দলের বাকিরা বিশেষ করে নবাগত দুই বিদেশির পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দো ।