কলকাতা, 24 ফেব্রুয়ারি: চোটের কারণে ডার্বিতে অনিশ্চিত কার্ল ম্যাকহিউ । জুয়ান ফেরান্দোর এই ঘোষণা সাংবাদিক সম্মেলন কক্ষে অনেকটা ঝড়ের মত আছড়ে পড়ল । স্তব্ধ প্রেস কনফারেন্স রুম, কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ । কুঁচকির চোট নিয়েও শেষ ম্যাচে খেলেছিলেন । কিন্তু ডার্বিতে তাঁকে হয়তো পাওয়াই যাবে না, মোহনবাগান হেডস্যরের হতাশাতেও ফিজিওরা দলের অন্যতম ভরসাকে ফিট করার চেষ্টা চালাচ্ছেন । তাই শেষবারের মত ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন ফেরান্দো (ATK Mohun Bagan eye to beat East Bengal) ।
অনিশ্চয়তার তালিকায় আরেক সংযোজন হুগো বুমোস । শেষ ম্যাচে প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেলেছিলেন ফরাসি মিডফিল্ডার । ডার্বিতেও পুরো সময় তাঁর খেলার ব্যাপারে জুয়ান ফেরান্দো নিশ্চয়তা দেননি । “20 দিন অনুশীলন না-থাকার পর মাত্র দু-তিন দিনের অনুশীলনে পুরো ম্যাচ খেলা কঠিন,” বুমোসের চোট নিয়ে বলছেন সবুজ-মেরুন হেডস্যার । এটিকে মোহনবাগানের ড্রেসিংরুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদিও বলছেন, ফরাসি মিডফিল্ডার খেলবেন । কার্ল ম্যাকহিউকেও দলে রাখা হবে । পরিস্থিতি অনুসারে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে । চোটের পাশাপাশি কার্ড সমস্যার বিপদসীমায় রয়েছেন ম্যাকহিউ । 3টি হলুদ কার্ড রয়েছে তাঁর নামের পাশে । চার নম্বর কার্ডটি ডার্বিতে দেখলে প্লে-অফে খেলতে পারবেন না । তাই তাঁকে নিয়ে সতর্কতা সবুজ-মেরুনে ।
প্লে-অফে জায়গা নিশ্চিত হলেও স্থান নিশ্চিত হয়নি । 3 নম্বর জায়গাটি নিশ্চিত করতে পারলে ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে নামতে পারবে এটিকে মোহনবাগান । তাই ডার্বি জয় ঘিরে আবেগের ফল্গুর মধ্যেও ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগের হাতছানি রয়েছে । শনিবার রক্ষণে স্লাভকো খেলবেন । ফেড্রিকো গালেগোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে । ফেরান্দো বলেন, "ডার্বি অবশ্যই আবেগের । তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামব । এই 3 পয়েন্ট আমাদের তিন নম্বর জায়গা নিশ্চিত করবে । যেকোনও মূল্যে জেতার জন্য ঝাপাব ।"