কলকাতা, 19 এপ্রিল : শ্রীলঙ্কার ব্লুস্টারের পর বাংলাদেশে আবাহনী ঢাকা লিমিটেড ৷ মোহনবাগানের দাপট অব্যাহত । মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনের 32 হাজার দর্শকের সামনে অনায়াস জয়ে এএফসি কাপের মূলপর্বে গঙ্গাপাড়ের ক্লাব ৷ হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ডেভিড উইলিয়ামস । কলকাতায় মূলপর্বের তিনটি খেলা হবে যথাক্রমে 18, 21 এবং 24 মে'তে (Mohun Bagan beat Abahani Dhaka) ৷
দু'ম্যাচে মোট 8 গোল করে টুর্নামেন্টের মূলপর্বে উঠল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ এদিন গোটা ম্যাচেই দাপট নিয়ে খেললেন তিরি, কাউকোরা ৷ ম্যাচের 6 মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলেই সবুজ-মেরুনের এই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে গিয়েছিল । কাউকোর পাস থেকে অস্ট্রেলিয়ান ফুটবলার জালে বল জড়াতে কোনও ভুল করেননি । ওপাড় বাংলার ক্ষয়িষ্ণু ফুটবল সংস্কৃতির স্বাক্ষর আবাহনী ফুটবল পারফরম্যান্স । শুরুর 10 মিনিটের মধ্যে পিছিয়ে পড়ার পরে আবাহনী দ্বিতীয় গোল খেল 30 মিনিটে । প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন বাগানের মাঝমাঠের অন্যতম ভরসা ৷ যদিও গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন উইলিয়ামস ৷