পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Roy Krishna : বাগানে বাজবে না কৃষ্ণের 'বাঁশি', বিচ্ছেদের খবরে সিলমোহর সবুজ মেরুনের - রয় কৃষ্ণার সঙ্গে বিচ্ছেদের খবরে সরকারি সিলমোহর বাগানের

ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণার সঙ্গে বিচ্ছেদে সরকারি সিলমোহর দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan part ways with Roy Krishna)

Roy Krishna
রয় কৃষ্ণার সঙ্গে বিচ্ছেদের খবরে সরকারি সিলমোহর বাগানের

By

Published : Jun 4, 2022, 8:26 AM IST

কলকাতা, 4 জুন : ডেভিড উইলিয়ামস আগেই 'আলবিদা' জানিয়েছিলেন ৷ এবার রয় কৃষ্ণার সঙ্গেও মধুচন্দ্রিমা শেষ হল এটিকে-মোহনবাগানের ৷ সবমিলিয়ে কৃষ্ণা-উইলিয়ামস জুটির বর্ণময় এক অধ্যায়ের পরিসমাপ্তি হল বাগানে ৷ শুক্রবার এক টুইটে সরকারিভাবে ফিজি স্ট্রাইকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করা হয় এটিকে মোহনবাগানের তরফে (ATK Mohun Bagan confirm that Roy Krishna is leaving the club) ৷

বিশ্বের প্রথমসারির লিগে খেলা জনপ্রিয় এক স্ট্রাইকারকে আগামী মরশুমে সই করাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যে তালিকায় কানাঘুষো ভাসছে দিয়েগো কোস্তার নামও ৷ আর সে কারণেই আইএসএলে দু'বারের সর্বাধিক গোলদাতার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল কলকাতার ক্লাব ৷ কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে সম্প্রতি আগামী মরশুমের দলগঠন নিয়ে আলোচনায় বসেছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট ৷ সেখানে ফেরান্দো আগামী মরশুমের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন ৷ তারই ফলশ্রুতি রয় কৃষ্ণার বিদায় ৷ অর্থাৎ, ফিজিয়ান গোলমেশিন ফেরান্দোর সংসারে আর কোনওমতেই অপরিহার্য ছিলেন না ৷

দিনকয়েক আগে সামাজিক মাধ্যমে 'থ্যাঙ্ক ইউ' লিখে পোস্ট করেছিলেন রয় কৃষ্ণা ৷ সেই পোস্টেই অনুরাগীরা ভবিষ্যৎ আঁচ করে ফেলেছিলেন ৷ এদিন কৃষ্ণার ক্লাব ছাড়ার বিষয়ে সিলমোহর পোস্টে এটিকে-মোহনবাগান লেখে, "রয়, ধন্যবাদ সব স্মৃতির জন্য ৷ বিদায় শুভ হোক ৷ আগামীর জন্য শুভেচ্ছা ৷" ডেভিড উইলিয়ামসের মুম্বই সিটি এফসি-তে যোগদান চূড়ান্ত হলেও কৃষ্ণা কোথায় যাচ্ছেন, সে ব্যাপারে যদিও এখনও নিশ্চিত নয় অনুরাগীরা ৷ যদিও ময়দানী গুঞ্জন যে পড়শি ইস্টবেঙ্গেলর লোভনীয় প্রস্তাব রয়েছে ফিজিয়ানের কাছে ৷ সেই প্রস্তাব বিবেচনা করছেন তিনি।

আরও পড়ুন : সার্থক গোলুই 3 বছরের জন্য লাল-হলুদে

গত আইএসএলে পারফরম্যান্স শীর্ষে না-থাকলেও রয় কৃষ্ণা যে এখনও বিপক্ষের ত্রাস, সে ব্যাপারে সন্দেহ নেই ৷ শুধু ইস্টবেঙ্গল নয়, আইএসএলের আরও একটি দলের প্রস্তাবও রয়েছে তাঁর কাছে ৷ তবে কৃষ্ণার পরিবার চাইছে, তিনি ফের অস্ট্রেলিয়া ফিরে যান ৷ সব দিক ভেবে ফিজি ফুটবলার এখন কী সিদ্ধান্ত নেন, সে দিকেই তাকিয়ে অনুরাগীরা ৷

For All Latest Updates

TAGGED:

Roy Krishna

ABOUT THE AUTHOR

...view details