কলকাতা, 4 জুন : ডেভিড উইলিয়ামস আগেই 'আলবিদা' জানিয়েছিলেন ৷ এবার রয় কৃষ্ণার সঙ্গেও মধুচন্দ্রিমা শেষ হল এটিকে-মোহনবাগানের ৷ সবমিলিয়ে কৃষ্ণা-উইলিয়ামস জুটির বর্ণময় এক অধ্যায়ের পরিসমাপ্তি হল বাগানে ৷ শুক্রবার এক টুইটে সরকারিভাবে ফিজি স্ট্রাইকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করা হয় এটিকে মোহনবাগানের তরফে (ATK Mohun Bagan confirm that Roy Krishna is leaving the club) ৷
বিশ্বের প্রথমসারির লিগে খেলা জনপ্রিয় এক স্ট্রাইকারকে আগামী মরশুমে সই করাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যে তালিকায় কানাঘুষো ভাসছে দিয়েগো কোস্তার নামও ৷ আর সে কারণেই আইএসএলে দু'বারের সর্বাধিক গোলদাতার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল কলকাতার ক্লাব ৷ কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে সম্প্রতি আগামী মরশুমের দলগঠন নিয়ে আলোচনায় বসেছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট ৷ সেখানে ফেরান্দো আগামী মরশুমের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন ৷ তারই ফলশ্রুতি রয় কৃষ্ণার বিদায় ৷ অর্থাৎ, ফিজিয়ান গোলমেশিন ফেরান্দোর সংসারে আর কোনওমতেই অপরিহার্য ছিলেন না ৷