কলকাতা, 9 জুলাই: রয় কৃষ্ণার পাশাপাশি এটিকে ক্লাব ছেড়েছেন ডেভিড উইলিয়ামস ৷ তাঁদের পরিবর্ত কারা তা নিয়ে জল্পনা অব্যাহত ৷ একাধিক নাম ট্রান্সফার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ৷ নতুন মরশুমে দলের প্রতিটি বিভাগে যোগ্য এবং প্রতিভাবান ফুটবলারদের নিয়ে দল তৈরি করতে চাইছেন জুয়ান ফেরান্দো (ATK Mohun Bagan Coach Juan Ferrando Search for Faithfull Striker) ৷ এটিকে মোহনবাগান নতুন মরশুমের জন্য মিডফিল্ডার বা ডিফেন্ডার হিসেবে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে সই করিয়েছে ৷
জল্পনার মধ্যেই এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো নতুন স্ট্রাইকারের নাম না জানালেও, তাঁর পছন্দ জানিয়ে দিলেন ৷ তিনি বলেন, ‘‘ভাল ফুটবলার হলেই হবে না। দলকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। দৈহিকভাবে শক্তিশালী হতে হবে ৷ শুধু ট্যাকটিকালি বা টেকনিকালি ভাল হলেই হবে না, দলকে বোঝার ক্ষমতা থাকতে হবে ৷’’
গত মরশুমে ইউরো কাপ খেলা জনি কাউকোকে সই করিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান ৷ এ বছর ইতিমধ্যেই পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে ফের চমকে দিয়েছে সবুজ-মেরুন শিবির ৷ তাই ষষ্ঠ বিদেশি নিয়েও চমকের আশা করছে এটিকে মোহনবাগান সমর্থকরা ৷ তবে, মেরিনার্সদের চিন্তা করতে বারণ করলেন এটিকে মোহনবাগান কোচ ৷ তিনি বলেন, ‘‘চিন্তা করার কিছু নেই। আমাদের ক্লাবে প্রচুর লোকর রয়েছেন, তাঁরা এই ব্যাপারে কাজ করছেন ৷ তাই চিন্তার কারণ নেই ৷’’ ইতিমধ্যে বিশাল কাইথকে সই করিয়ে গোলরক্ষক সমস্যার হাল খুঁজতে চাইছে সবুজ-মেরুন শিবির ৷ কারণ, গত মরশুমে অমরিন্দর সিংয়ের পারফরম্যান্স ভরসার বদলে চিন্তা বাড়িয়েছিল ফেরান্দোর ৷ বদলে আর্শকে বারের তলায় দাড় করিয়ে নির্ভরতা পেয়েছিলেন তিনি ৷