পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Super Cup 2023: 5 গোলে ফিনিস কেরল, সুপার শুরু এটিকে মোহনবাগানের - ATK Mohun Bagan Beats Gokulam Kerala FC

ফর্মে সবুজ মেরুন ৷ দীর্ঘদিন পরে গোলে ফিরলেন লিস্টন কোলাসো । গোকুলাম কেরালাকে 5 গোলে উড়িয়ে দিল জুয়ান ফেরান্দোর দল ৷

ETV Bharat
মোহনবাগান

By

Published : Apr 10, 2023, 9:38 PM IST

কেরল, 10 এপ্রিল: চ্যাম্পিয়নের মত শুরু করল এটিকে মোহনবাগান । সুপার কাপে জুয়ান ফেরান্দোর দল 5-1 গোলে জিতল । প্রতিপক্ষের গোকুলাম কেরলকে পাঁচ গোলে উড়িয়ে ডুরান্ডের বদলা নিয়ে নিল মেরিনার্সরা । কেরলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ গোকুলাম কেরল এফসি, তাদের 5 গোলে হারানো এককথায় সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো । সবদিক থেকে সুপার কাপ দারুণ শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড । দীর্ঘদিন পরে গোলে ফিরলেন লিস্টন কোলাসো । আইএসএল জুড়ে ফর্ম হাতড়ে বেরিয়েছিলেন ভারতীয় উইঙ্গার । প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি । সুপার কাপে প্রথম ম্যাচে দুটো গোল করলেন আইএসএলএ ফর্ম হারিয়ে ফেলা লিস্টন কোলাসো । দুটো গোলই অসাধারণ । এই পারফরম্যান্স তাঁকে ফের ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে।

ম্যাচের ছয় মিনিটে কার্যত একক দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন । বক্সের মধ্যে বাঁ-দিক থেকে নেওয়া শট ডানদিকের কোন দিয়ে ঢুকে যায় গোলে । অসাধারণ প্লেসিং। গোকুলাম গোলরক্ষকের কিছুই করার ছিল না । শুরুতেই গোল পেলেও আক্রমণের ঝাঁজ কমায়নি মোহনবাগান । বরং আক্রমণের চাপে স্থানীয় দলটিকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করেছিল । পিছিয়ে পড়লেও প্রতিপক্ষের চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গোকুলাম । সুযোগ পেয়েছিল কেরলের দলটিও । কিন্তু তা সবুজ-মেরুন রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না ।

27 মিনিটে ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান । এবারও ব্যবধান বাড়ান লিস্টন । প্রথম গোলের মত দ্বিতীয় গোলও দারুণ । বাঁ-দিকের উইং বরাবর উঠে এসে দূরপাল্লার শটে গোল লিস্টনের । টপ কর্নারে গোলরক্ষক শিবিন রাজের মাথার ওপর দিয়ে বল ঢোকে জালে। বিশ্বমানের গোলের হদিশ পায়নি গোকুলাম গোলরক্ষক । বিরতির আগে এটিকে মোহনবাগানের তিন নম্বর গোল । এবার গোলদাতা হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডারকে নিয়ে নানা জল্পনা শোনা গেলেও এই গোল তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে ।

চার নম্বর গোল মনবীরর সিং-এর । 67 মিনিটে দলকে এগিয়ে দেন তিনি । এক্ষেত্রে হুগো বুমোস গোলের রাস্তা সাজিয়ে দেন । বাঁ-দিক থেকে উঠে আসা মনবীরকে পাস দেন হুগো । তাঁর ডান পায়ের শট নীচে বাঁ-দিক দিয়ে গোলে ঢোকে । 71 মিনিটে ব্যবধান কমায় গোকুলাম । গোলদাতা মেন্ডি । ডানদিকের উইং দিয়ে ওমরের ফ্রিকিক থেকে বল পেয়ে বাউমার তা বাড়িয়ে দেন মেন্ডিকে । গোল করতে ভুল করেননি মেন্ডি ।

ম্যাচের শেষবেলায় এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান কিয়ান নাসিরি । গোল পেতে পারতেন আশিস রাইও । পোস্টে লেগে তাঁর নেওয়া শট বাইরে চলে যায় । শেষ পাঁচ মিনিটে গোলসংখ্যা আরও বাড়াতে পারত মোহনবাগান । তাতে লজ্জা আরও বাড়ত গোকুলামের । এদিন দলে থাকলেও তিরিকে নামাননি জুয়ান ফেরান্দো । সুপার কাপের প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোনোর কথা বলেছেন সবুজ-মেরুন কোচ। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যাশার চাপ বেড়েছে মেরিনার্সদের । সেই চাপ সামলানোর জন্য সবুজ-মেরুন যে তৈরি তা সুপার কাপের প্রথম ম্যাচে পাঁচ গোলে প্রমাণ রাখল ৷

আরও পড়ুন :জ্যাক জার্ভিসের সুযোগ নষ্টের খেসারত দিয়ে ড্র ইস্টবেঙ্গলের

ABOUT THE AUTHOR

...view details