কেরল, 10 এপ্রিল: চ্যাম্পিয়নের মত শুরু করল এটিকে মোহনবাগান । সুপার কাপে জুয়ান ফেরান্দোর দল 5-1 গোলে জিতল । প্রতিপক্ষের গোকুলাম কেরলকে পাঁচ গোলে উড়িয়ে ডুরান্ডের বদলা নিয়ে নিল মেরিনার্সরা । কেরলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ গোকুলাম কেরল এফসি, তাদের 5 গোলে হারানো এককথায় সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো । সবদিক থেকে সুপার কাপ দারুণ শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড । দীর্ঘদিন পরে গোলে ফিরলেন লিস্টন কোলাসো । আইএসএল জুড়ে ফর্ম হাতড়ে বেরিয়েছিলেন ভারতীয় উইঙ্গার । প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি । সুপার কাপে প্রথম ম্যাচে দুটো গোল করলেন আইএসএলএ ফর্ম হারিয়ে ফেলা লিস্টন কোলাসো । দুটো গোলই অসাধারণ । এই পারফরম্যান্স তাঁকে ফের ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে।
ম্যাচের ছয় মিনিটে কার্যত একক দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন । বক্সের মধ্যে বাঁ-দিক থেকে নেওয়া শট ডানদিকের কোন দিয়ে ঢুকে যায় গোলে । অসাধারণ প্লেসিং। গোকুলাম গোলরক্ষকের কিছুই করার ছিল না । শুরুতেই গোল পেলেও আক্রমণের ঝাঁজ কমায়নি মোহনবাগান । বরং আক্রমণের চাপে স্থানীয় দলটিকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করেছিল । পিছিয়ে পড়লেও প্রতিপক্ষের চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গোকুলাম । সুযোগ পেয়েছিল কেরলের দলটিও । কিন্তু তা সবুজ-মেরুন রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না ।
27 মিনিটে ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান । এবারও ব্যবধান বাড়ান লিস্টন । প্রথম গোলের মত দ্বিতীয় গোলও দারুণ । বাঁ-দিকের উইং বরাবর উঠে এসে দূরপাল্লার শটে গোল লিস্টনের । টপ কর্নারে গোলরক্ষক শিবিন রাজের মাথার ওপর দিয়ে বল ঢোকে জালে। বিশ্বমানের গোলের হদিশ পায়নি গোকুলাম গোলরক্ষক । বিরতির আগে এটিকে মোহনবাগানের তিন নম্বর গোল । এবার গোলদাতা হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডারকে নিয়ে নানা জল্পনা শোনা গেলেও এই গোল তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে ।