কলকাতা, 4 মার্চ: চিন্তা ছিল কলিঙ্গদের আক্রমণভাগে তুরুপের তাস দিয়েগো মৌরিসিওকে নিয়ে ৷ কিন্তু টুর্নামেন্টে দশ গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে জুয়ান ফেরান্দো জোনাল মার্কিংয়ে রাখতেই যাবতীয় জারিজুরি শেষ ওড়িশা এফসি'র ৷ সৈকত রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দলটিকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat OFC by 2-0) ৷ সবুজ-মেরুনের হয়ে এদিন যুবভারতীতে মোক্ষম সময় ফের জ্বলে উঠলেন হুগো বুমোস ৷ ফরাসি ফুটবলারের পা থেকেই এদিন এল প্রথম গোল ৷ আর ওড়িশার কফিনে দ্বিতীয় পেরেকটি পুঁতলেন দিমিত্রি পেত্রাতোস ৷ গোল করা একপ্রকার নেশায় পরিণত করেছেন তিনি (Hugo Boumous and Dimitri Petratos scored for ATK MB) ৷
তবে আগামী বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেমির প্রথম লেগে নামার আগে বাগান শিবিরে দুশ্চিন্তা দুর্গের শেষ প্রহরী বিশাল কাইথের চোট ৷ ম্যাচের 61 মিনিটে মৌরিসিওর সঙ্গে সংঘর্ষে ক্ষণিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন বাগান গোলরক্ষক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ আপাতত বিপন্মুক্ত গোলরক্ষক, তবে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর মাঠে নামা এখনই নিশ্চিত নয় ৷ চোটের কারণে শনিবার একাদশে ছিলেন না গ্লেন মার্টিন্স। গ্লেনের পরিবর্তে পুইতিয়া মাঝমাঠে নেমে চেষ্টা করলেও অভাব পূরণ করতে পারেননি। সেমির আগে ফেরান্দোর নোটবুকে তা উ@ে গিয়েছে নিশ্চিত ৷ প্রথম 25 মিনিট আক্রমণে চাপ ছিল ওড়িশার ৷