কলকাতা, 28 জানুয়ারি: দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলে জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুন (Dimitri Petratos scored twice)। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ দ্বিতীয়স্থানে থাকা হায়দরাবাদ এফসি'কে ধাওয়া করে সরাসরি সেমিফাইনালে পৌঁছনোর লড়াই জারি রইল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan beat OFC in ISL) ৷ যদিও ইয়েলো ব্রিগেডের তুলনায় পয়েন্টের নিরিখে অনেকটাই পিছিয়ে তারা ৷ 'ওড়িশা বধে'র পর ফেরান্দোর দলের ঝুলিতে 15 ম্য়াচে 27 পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচ খেলে হায়রদাবাদের 35 পয়েন্ট ৷
এদিন ম্যাচের দু'মিনিটের মাথায় মনবীর সিংয়ের বাড়ানো বল থেকে গোল অজি স্ট্রাইকারের। শুরুর সেই ঝটকায় প্রতিপক্ষ ওড়িশা এফসি ম্যাচ থেকে হারিয়ে যায়। দিয়েগো মৌরিসিও, রেনিয়ার ফার্নান্দেজদের ম্যাড়মেড়ে ফুটবলে সবুজ-মেরুন রক্ষণকে বাড়তি সমস্যায় পড়তে হয়নি। হুগো বুমোস, মনবীর সিংরাও যে আহামরি ফুটবল উপহার দিয়েছেন, তেমনটা নয় ৷ হতাশাজনক ফুটবল উপহার দিয়ে পুরো খেলাটিকেই বিরক্তিকর পর্যায়ে নিয়ে যায় দু'দলই ৷