ফতোরদা, 12 ফেব্রুয়ারি : গত ম্যাচে লিগ টপার হায়দরাবাদ এফসি'কে হারিয়ে ঢুকে পড়েছিল প্রথম চারে ৷ শনিবার নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan reached to second place) ৷ লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকো ৷ শনিবার ফতোরদায় ত্রিফলায় বিদ্ধ নর্থ ইস্ট ইউনাইটেড। উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েও এদিন 3-1 জয় তুলে নিল বাগান (ATK Mohun Bagan beat North East United 3-1) ৷
রয় কৃষ্ণা, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বেগ পেতে হল না জুয়ান ফেরান্দোর দলকে ৷ প্রথম একাদশে তিরি এবং জনি কাউকো ছাড়া বাকি ন'জন ভারতীকে নিয়ে শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। ডেভিড উইলিয়ামস ছিলেন পরিবর্ত তালিকায়। 3-5-2 ছকে শুরু করেছিলেন পক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার ছক এদিন ভুল ছিল না ফেরান্দোর। একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে প্রথম দশ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত মেরিনার্সরা। ফলস্বরূপ খেলার গতির বিপরীতে এগিয়ে যায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। 17 মিনিটে মার্সেলিনহোর পাস থেকে সুহের ভিপি গোল করে এগিয়ে দেন হাইল্যান্ডারদের ৷