কলকাতা, 11 মে : চলতি মাসেই এএফসি কাপের মূলপর্বে নামার আগে এক কোচ তাঁর ক্লাব দলকে ঝালিয়ে নিতে মরিয়া ৷ আরেক কোচ এশিয়ান কাপের চূড়ান্ত কোয়ালিফায়ার পর্বে নামার আগে দেখে নিতে মরিয়া তাঁর জাতীয় দলকে ৷ বুধবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই কোচের ইচ্ছেপূরণে প্রস্তুতি ম্যাচ খেলল ভারতীয় দল এবং এটিকে মোহনবাগান ৷ যে ম্যাচে সুনীল ছেত্রীর দলকে হারিয়ে জয় পেল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat India in warm-up match) ৷ ম্যাচের ফল 2-1 ৷
ইগর স্টিম্যাচের ভারতীয় দলের বিরুদ্ধে জুয়ান ফেরান্দোর সবুজ-মেরুনের লড়াই ঘিরে এদিন উৎসাহ ছিল তুঙ্গে। গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মায়ানমারের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নন ফেরান্দো। একইভাবে এশিয়ান কাপের প্রস্তুতিতে জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ক্রোট কোচ ইগর স্টিমাচ। যদিও ফিফা ক্যালেন্ডারের বাইরে জাতীয় দলের প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক । মুম্বই সিটি এফসি যেমন ডাক পাওয়া তিন ফুটবলারকে জাতীয় শিবিরে পাঠাতে অস্বীকার করেছে ৷