পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs ATK MB : প্রস্তুতি ম্য়াচে জাতীয় দলকে হারাল ফেরান্দোর সবুজ-মেরুন - ATK Mohun Bagan beat India in warm-up match

বুধবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি ম্যাচ খেলল ভারতীয় দল এবং এটিকে মোহনবাগান ৷ যে ম্যাচে সুনীল ছেত্রীর দলকে হারিয়ে জয় পেল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat India in warm-up match) ৷ ম্যাচের ফল 2-1 ৷

India vs ATK MB
প্রস্তুতি ম্য়াচে জাতীয় দলকে হারাল ফেরান্দোর সবুজ-মেরুন

By

Published : May 11, 2022, 10:59 PM IST

কলকাতা, 11 মে : চলতি মাসেই এএফসি কাপের মূলপর্বে নামার আগে এক কোচ তাঁর ক্লাব দলকে ঝালিয়ে নিতে মরিয়া ৷ আরেক কোচ এশিয়ান কাপের চূড়ান্ত কোয়ালিফায়ার পর্বে নামার আগে দেখে নিতে মরিয়া তাঁর জাতীয় দলকে ৷ বুধবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই কোচের ইচ্ছেপূরণে প্রস্তুতি ম্যাচ খেলল ভারতীয় দল এবং এটিকে মোহনবাগান ৷ যে ম্যাচে সুনীল ছেত্রীর দলকে হারিয়ে জয় পেল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat India in warm-up match) ৷ ম্যাচের ফল 2-1 ৷

ইগর স্টিম্যাচের ভারতীয় দলের বিরুদ্ধে জুয়ান ফেরান্দোর সবুজ-মেরুনের লড়াই ঘিরে এদিন উৎসাহ ছিল তুঙ্গে। গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মায়ানমারের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নন ফেরান্দো। একইভাবে এশিয়ান কাপের প্রস্তুতিতে জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ক্রোট কোচ ইগর স্টিমাচ। যদিও ফিফা ক্যালেন্ডারের বাইরে জাতীয় দলের প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক । মুম্বই সিটি এফসি যেমন ডাক পাওয়া তিন ফুটবলারকে জাতীয় শিবিরে পাঠাতে অস্বীকার করেছে ৷

আলোচনায় ছেত্রী-কৃষ্ণা

তবে বিতর্ককে পিছনে ফেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন মাঠে নামল 'মেন ইন ব্লু' | 25 মিনিটে সুনীল ছেত্রীর গোলে ম্যাচে এগিয়েও যায় ভারতীয় দল ৷ কিন্তু পালটা একের পর এক আক্রমণ তুলে নিয়ে বাজিমাত করে এটিকে মোহনবাগান। সুনীলের গোলের পাঁচ মিনিট বাদে ফেরান্দোর দলকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। এদিন হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি ৷ কিন্তু সহজ সুযোগ নষ্ট করে তা মাঠেই ফেলে আসেন গোয়ার স্ট্রাইকার ৷ তবে বিরতির আগেই সবুজ-মেরুনকে এগিয়ে দেন কিয়ান নাসিরি ৷

ম্য়াচ শুরুর প্রাক্কালে দুই কোচ

আরও পড়ুন : টুটু বসুই ফের বাগানে সভাপতির হটসিটে

প্রস্তুতি ম্যাচে এদিন দু'দলই দুই অর্ধে ভিন্ন দল মাঠে নামিয়েছিল। রয় কৃষ্ণা গোল না পেলেও বোঝালেন তাঁর আক্রমণের ধার কমেনি। 90 মিনিট জুড়ে এদিন দাপট এটিকে মোহনবাগানেরই ৷ যদিও চোট পেয়ে সন্দেশ ঝিঙ্গানের মাঠ ছাড়া জয়েও কাঁটা হয়ে রইল বাগানের ৷ তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি কোচ ফেরান্দো। সব ফুটবলারকে ঘুরিয়ে-ফিরিয়ে দলের অবস্থা বুঝে নিতে চেয়েছিলেন। সেই ভাবনায় এই জয় নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details