বাম্বোলিম, 8 ফেব্রুয়ারি : কাঁটা দিয়ে কাঁটা তোলার লক্ষ্যে সফল এটিকে মোহনবাগান । পয়েন্ট টেবিলের এক নম্বর দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল মেরিনার্সরা । দেশীয় ব্রিগেডের কাঁধে চেপে তিন পয়েন্ট এল গঙ্গাপাড়ের ক্লাবে (Indian Super League) ৷
মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং । হায়দরাবাদ এফসির হয়ে একমাত্র গোল জোয়েল কিয়ানিসের । পরিস্থিতির বিচারে এদিনের জয়কে অবশ্যই সেরা মানবেন জুয়ান ফেরান্দো । দলে চোট-আঘাত সমস্যা রয়েছে । খেলা শুরুর পরে তা আরও বাড়ল ৷ চোট পেয়ে বাইরে চলে গেলেন হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ। তা সত্ত্বেও সবুজ-মেরুনের ঝুলিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আসার একমাত্র কারণ, বিরতির পরে লিস্টন-কাউকো-মনবীর-প্রবীরের হার না মানা ফুটবল (ATK Mohun Bagan beat Hyderabad FC) ।