পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: হুগো বুমোসের গোলে জয়ে ফিরল মোহনবাগান - ISL

শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে পুরো পয়েন্ট ছিনিয়ে নেওয়ার অর্থ নতুনভাবে ঘুরে দাঁড়ানো । সেই কাজটাই করে দেখাল মোহনবাগান । লিস্টন কোলাসো গতবছরের ছন্দে থাকলে গোলের ব্যবধান আরও বাড়ত (ATK Mohun Bagan beat Hyderabad FC) ।

Etv Bharat
জয়ে ফিরল মোহনবাগান

By

Published : Nov 26, 2022, 10:30 PM IST

কলকাতা, 26 নভেম্বর: চোট সমস্যায় দলের তিন বিদেশি নেই । দলের ভারতীয় ফুটবলারদের চোটের তালিকা ছোটখাটো নয় । এই অবস্থায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট ছিনিয়ে নেওয়ার অর্থ নতুনভাবে ঘুরে দাঁড়ানো । শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই কাজটাই করে দেখাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat Hyderabad FC) ।

হায়দরাবাদ এফসিকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এল মেরিনার্সরা । দশ মিনিটে মনবীর সিংয়ের গড়ানো পাস জালে জড়িয়ে কাজের কাজটি করে গেলেন হুগো বুমোস । ম্যাচের আগের দিনই সাংবাদিকদের বেমক্কা প্রশ্নে অসন্তুষ্ট হয়েছিলেন বুমোস । পুরো নব্বই মিনিট খেলতে পারছেন না কেন ? এটাই ছিল তাঁর অপছন্দের প্রশ্ন । জনি কাউকো নেই, দ্রিমিত্রি পেত্রাতোস, ফ্লোরেন্তিন পোগবাও বাইরে । এই অবস্থায় ফরাসি মিডফিল্ডারে পা থেকে নেতৃত্বের দাপট দেখতে চেয়েছিলেন মেরিনার্সরা।

গোল করে খেলা হারিয়ে যাননি, প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ানোর কাজটা করে গেলেন হুগো । তার জেরেই সবুজ-মেরুন আক্রমণ হারিয়ে যাওয়া দাপট কিছুটা হলেও ফিরে পেল । লিস্টন কোলাসো গতবছরের ছন্দে থাকলে মোহনবাগানের গোলের ব্যবধান আরও বাড়ত ।

আরও পড়ুন: চোট সমস্যা সরিয়ে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

ওগবেচে, জোয়াও হেক্টর, ইয়াসিরদের জন্য 4-4-2 ছকে দল সাজিয়েছিলেন জুয়ান ফেরান্দো । ওগবেচের জন্য ছিল কড়া জোনাল মার্কিং । বল নিয়ে ঘুরলেই কড়া ট্যাকল করছিলেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা । তাতেই জারিজুরি শেষ ওগবেচের । নব্বই মিনিটে একটি শট নেওয়া ছাড়া কিছুই করতে পারেননি তিনি । বিশ্বকাপের আবহে সাড়ে 26 হাজার দর্শক উপস্থিত ছিলেন । হায়দরাবাদের বিরুদ্ধে জয় পাওয়া দেখতে ভিড় জমিয়েছিলেন তারা । হেমন্তের ঠান্ডায় তারাও হতাশ হননি ।

ABOUT THE AUTHOR

...view details