মারগাও, 3 মার্চ : কোভিড কাঁটা, চোট সমস্যা কাটিয়ে অনেক দিন পরে প্রথম একাদশে ফিরলেন রয় কৃষ্ণা । পরিচিত ছন্দে না ফিরলেও স্কোরিং বুটটা হারিয়ে ফেলেননি ফিজিয়ান স্ট্রাইকার ৷ জনি কাউকোর ডিফেন্স চেরা পাস ধরে তাঁর করা একমাত্র গোলেই চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রইল বাগান (ATK Mohun Bagan beat Chennaiyin FC) ।
হুগো বুমোস, ডেভিড উইলিয়ামসকে ছাড়া দলের বাকি বিদেশিদের নিয়ে প্রথম একাদশ গড়েছিলেন জুয়ান ফেরান্দো । তাঁর পরিকল্পনায় যে খাদ ছিল না তা বিরতির আগে দলের পারফরম্যান্সে প্রমাণিত । গোটা মাঠে দাপিয়ে বেড়ালেন মেরিনার্সরা । উল্টোদিকে প্রতিপক্ষের চাপ সামলালেন সাবির পাশার ছেলেরাও । কিন্তু জনি কাউকোর অসাধারণ ফুটবল নৈপুণ্য এবং রয় কৃষ্ণার ফিনিশিংয়ে এটিকে মোহনবাগানের মিশন 37 সফল ।