মারগাঁও, 18 মার্চ: দু'বছর আগে যা করে দেখাতে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস, তাই করে দেখালেন জুয়ান ফেরান্দো ৷ মরশুমের মাঝপথে যে কোচের চাকরি হারানোর উপক্রম হয়েছিল, সেই স্প্য়ানিশ কোচের হাত ধরে বাগানে এল বসন্ত ৷ তৃতীয় মরশুমে প্রথম আইএসএল জয়ের স্বাদ পেল এটিকে মোহনবাগান ৷ নির্ধারিত সময় 2-2 সময় থাকার পর এদিন ফতোরদায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ৷ সেখানেও অমিমাংসিত থাকার পর টাইব্রেকারে সুনীলের দলকে 4-3 গোলে হারিয়ে প্রথমবার আইএসএল ঘরে তুলল বাগান (ATK Mohun Bagan beat Bengaluru fc to win maiden ISL) ৷ সেই সঙ্গে বাগান সমর্থকদের জন্য আরও সুখবর দিলেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ এদিন জয়ের পর বাগান সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানান, আগামী মরশুম থেকে বাগানের নামের আগে থেকে সরে যাচ্ছে এটিকে ৷ গোষ্ঠ পাল সরণির ক্লাবের নতুন নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস ৷
লিগ টেবিলে দশে শেষ করে পড়শি ক্লাব যখন আঁধারে, তখন বাংলার ফুটবলের স্থান দেশের মানচিত্রে শীর্ষে রাখার দায়ভার ছিল সবুজ-মেরুনের কাঁধেই ৷ প্রথম আইএসএল জিতে ভারতসেরা হয়ে এটিকে মোহনবাগান বুঝিয়ে দিল, তারা চিরকাল ব়্যালাতেই আছে ৷ মস্তিষ্কের লড়াইয়ে মেগা ফাইনালে যে ফেরান্দো তাঁর কাউন্টার পার্টকে টেক্কা দিয়েছেন তেমনটা নয় ৷ টাইব্রেকারে অভিজ্ঞ গুরপ্রীত সিং সান্ধুকে টেক্কা দিয়ে বাগানের নতুন তারা বিশাল কাইথ ৷ ব্রুনো রামিরেজের শট আটকে নায়ক তিনিই ৷ টাইব্রেকারে পঞ্চম বাইরে মেরে বাগানের জয় নিশ্চিত করেন পাবলো পেরেজ ৷