পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Final 2023: 'বিশাল' দস্তানায় প্রথম আইএসএল ট্রফি বাগানে, নতুন মরশুমে সরছে এটিকে - ATK Mohun Bagan beat Bengaluru fc

নির্ধারিত সময় 2-2 সময় থাকার পর টাইব্রেকারে সুনীলের দলকে 4-3 গোলে হারিয়ে প্রথমবার আইএসএল ঘরে তুলল বাগান (ATK Mohun Bagan beat Bengaluru fc to win maiden ISL) ৷ জয়ের নায়ক বিশাল কাইথ ৷ আগামী মরশুমে বাগানের নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টস ৷

Etv Bharat
বিশাল দস্তানায় প্রথম আইএসএল ট্রফি বাগানে

By

Published : Mar 18, 2023, 10:27 PM IST

Updated : Mar 19, 2023, 9:27 AM IST

মারগাঁও, 18 মার্চ: দু'বছর আগে যা করে দেখাতে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস, তাই করে দেখালেন জুয়ান ফেরান্দো ৷ মরশুমের মাঝপথে যে কোচের চাকরি হারানোর উপক্রম হয়েছিল, সেই স্প্য়ানিশ কোচের হাত ধরে বাগানে এল বসন্ত ৷ তৃতীয় মরশুমে প্রথম আইএসএল জয়ের স্বাদ পেল এটিকে মোহনবাগান ৷ নির্ধারিত সময় 2-2 সময় থাকার পর এদিন ফতোরদায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ৷ সেখানেও অমিমাংসিত থাকার পর টাইব্রেকারে সুনীলের দলকে 4-3 গোলে হারিয়ে প্রথমবার আইএসএল ঘরে তুলল বাগান (ATK Mohun Bagan beat Bengaluru fc to win maiden ISL) ৷ সেই সঙ্গে বাগান সমর্থকদের জন্য আরও সুখবর দিলেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ এদিন জয়ের পর বাগান সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানান, আগামী মরশুম থেকে বাগানের নামের আগে থেকে সরে যাচ্ছে এটিকে ৷ গোষ্ঠ পাল সরণির ক্লাবের নতুন নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস ৷

লিগ টেবিলে দশে শেষ করে পড়শি ক্লাব যখন আঁধারে, তখন বাংলার ফুটবলের স্থান দেশের মানচিত্রে শীর্ষে রাখার দায়ভার ছিল সবুজ-মেরুনের কাঁধেই ৷ প্রথম আইএসএল জিতে ভারতসেরা হয়ে এটিকে মোহনবাগান বুঝিয়ে দিল, তারা চিরকাল ব়্যালাতেই আছে ৷ মস্তিষ্কের লড়াইয়ে মেগা ফাইনালে যে ফেরান্দো তাঁর কাউন্টার পার্টকে টেক্কা দিয়েছেন তেমনটা নয় ৷ টাইব্রেকারে অভিজ্ঞ গুরপ্রীত সিং সান্ধুকে টেক্কা দিয়ে বাগানের নতুন তারা বিশাল কাইথ ৷ ব্রুনো রামিরেজের শট আটকে নায়ক তিনিই ৷ টাইব্রেকারে পঞ্চম বাইরে মেরে বাগানের জয় নিশ্চিত করেন পাবলো পেরেজ ৷

ফেরান্দোর দলের আরেক নায়ক দিমিত্রি পেত্রাতোস ৷ নির্ধারিত সময়ে জোড়া গোল স্পটকিক থেকে করলেও বাগানের কৃতিত্ব খাটো হওয়ার নয় ৷ নাটকীয় প্রথমার্ধ। প্রথম মিনিটে নাকে চোট চোট পেয়ে শিবাশক্তির হাসপাতালে চলে যাওয়ার পরেই পরিবর্ত হিসেবে মাঠে নামেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি অধিনায়ক মাঠে নেমে দেখালেন এখনও ফুটবল অবশিষ্ট রয়েছে তাঁর পায়ে। আইএসএল ফাইনালে দু'টো দলই পরস্পরকে মেপে নিয়ে রাশ তুলতে চেয়েছিল। পেত্রাতোসের সেটপিস থেকে অসাধারণ একাধিক সেন্টার এবং আশিক কুরুনিয়ানের লড়াকু ফুটবলে ভর দিয়ে কিছুটা রাশ তুলে নিয়েছিল মেরিনার্সরা। 14 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল এটিকে মোহনবাগানের। পেত্রাতোসের কর্নার গুরপ্রীত সিং সান্ধু বাইরে বের করে দিলেও বিপন্মুক্ত করতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন রয় কৃষ্ণা। যা থেকে গোল করতে ভুল করেননি পেত্রাতোস।

আরও পড়ুন:ইউরো কাপে রোবের্তো মার্তিনেজের পর্তুগালে সিআর 7

বিরতির এক মিনিট আগে ছেত্রীর লড়াকু মানসিকতাতে পেনাল্টি আদায় করে বেঙ্গালুরু। দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ভারতীয় ফুটবলের পোস্টার বয়। দ্বিতীয়ার্ধে দুই কোচের ট্যাকটিকাল লড়াইয়ে 78 মিনিটে বিপক্ষ রক্ষণের ফাঁক খুঁজে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণা ৷ পালটা 82 মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান পেত্রাতোস।


Last Updated : Mar 19, 2023, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details