পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2022 : লন্ডভন্ড যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়ে বিপর্যস্ত বসুন্ধরা - লন্ডভন্ড যুবভারতীতে বিপর্যস্ত বসুন্ধরা

4-0 গোলে বসুন্ধরা 'বধ' করল বাগান ৷ 4 গোল হজমের ধাক্কা সামলে 4 গোলে জয়ে ফিরল গঙ্গাপাড়ের ক্লাব (Mohun Bagan beat Bashundhara Kings) ।

AFC Cup
লন্ডভন্ড যুবভারতীতে বিপর্যস্ত বসুন্ধরা

By

Published : May 21, 2022, 8:24 PM IST

Updated : May 21, 2022, 9:27 PM IST

কলকাতা, 21 মে : এএফসি'র দ্বিতীয় ম্যাচে শক্তিশালী একাদশ গড়তেই হিমশিম খাচ্ছিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো । সেই ম্যাচেই ব্যর্থতার অন্ধকার থেকে জয়ের আলোয় প্রত্যাবর্তন । গোকুলামের কাছে 4 গোল হজমের ধাক্কা সামলে এদিন বন্ধুধরার বিরুদ্ধে 4 গোলে জয়ে ফিরল গঙ্গাপাড়ের ক্লাব । এএফসি কাপের ঝঞ্ঝাবিঘ্নিত ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠ মাতাল ফেরান্দোর ছেলেরা । 4-0 গোলে ম্যাচ জিতে এই মুহূর্তে গ্রুপের শীর্ষে লিস্টন কোলাসো, উইলিয়ামসনরা (ATK Mohun Bagan beat Bashundhara Kings) ৷

এএফসি কাপে প্রথম হ্যাটট্রিক লিস্টন কোলাসোর । পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলের 4 নম্বর গোল ডেভিড উইলিয়ামসের । সবমিলিয়ে বৃষ্টিবিঘ্নিত যুবভারতীতে উজ্জ্বল সবুজ-মেরুন ৷ যদিও গোকুলাম এফসি-র বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়ের ধাক্কা সামলে এএফসি কাপে আশা বাঁচিয়ে রাখা এখনও কঠিন ।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজো বলেছিলেন, আধঘণ্টা প্রতিপক্ষকে মেপে নেওয়ার পরে নিয়ন্ত্রণ তাদের পায়েই থাকবে । প্রথম 30 মিনিটে চিনেদু এবং রিমনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়া ছাড়া বসুন্ধরাকে চেনা গেল শুধু জার্সির রঙে । 24 মিনিটের মাথায় প্রথম গোল মোহনবাগানের । কার্ল ম্যাকহিউয়ের পাস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ভুলকে কাজে লাগিয়ে গোল করেন লিস্টন কোলাসো । 9 মিনিট পরে জনি কাউকোর অসাধারণ পাস ধরে দল এবং নিজের 2 নম্বর গোল গোয়ানিজ ফুটবলারের ।

আরও পড়ুন : কালবৈশাখীতে লন্ডভন্ড যুবভারতী, একঘণ্টা বন্ধ থাকার পর শুরু মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ

দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ পুরোপুরি ফেরান্দোর ছেলেদের । বাগানের জমাট মাঝমাঠ এবং রক্ষণ ভেঙে বসুন্ধরা কিংস দাঁত ফোটাতে ব্যর্থ । ম্যাচের 53 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লিস্টন । 4 নম্বর গোল করে বসুন্ধরার কফিনে শেষ পেরেক মারেন জনি কাউকোর বদলি ডেভিড উইলিয়ামস । মনবীর সিংরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত ।

Last Updated : May 21, 2022, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details