পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan বড় ম্যাচে জয় ভুলে শেষ চারের অঙ্ক সাজাচ্ছেন ফেরান্দো

ডার্বি (Kolkata Derby) জয়ের পরদিন অনুশীলনে ছুটি দেননি বাগান কোচ ৷ আর অনুশীলন শেষে ফুটবলারদের কাছে গ্রুপের শেষ ম্যাচে জয়ের আবদার করলেন উপস্থিত সবুজ মেরুন জনতা। বুধবার ডুরান্ড কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগান খেলবে (ATK Mohun Bagan will play against Indian Navy on Wednesday)। ওই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার ৷

By

Published : Aug 29, 2022, 9:54 PM IST

Etv Bharat
বড় ম্যাচে জয় ভুলে শেষ চারের অঙ্ক সাজাচ্ছেন ফেরান্দো

কলকাতা, 29 অগস্ট: আড়াই বছর পরে কলকাতায় অনুষ্ঠিত প্রথম বড় ম্যাচে (Kolkata Derby) জয়। সাম্প্রতিক অতীতের পরিসংখ্যান ঘাঁটলে ডার্বির জয়ের ডাবল হ্যাটট্রিক। আই লিগ থেকে আইএসএল ঘুরে ডুরান্ড কাপের মঞ্চ ৷ শেষ তিন মরশুম ধরে বড় ম্যাচের রং সবুজ-মেরুন। মাঝের সময়ে মোহনবাগান এবং এটিকের গাঁটছড়া নিয়ে বিতর্কের ফল্গুধারা চললেও রবিবাসরীয় সন্ধে থেকে আনন্দধারা গোষ্ঠ পাল সরণিতে। তবে ডার্বি জয় নিয়ে আলোচনা চললেও আলোচকদের সংখ্যা কম।

ডার্বি জয়ের পরদিন অনুশীলনে ছুটি দেননি বাগান কোচ ৷ আর অনুশীলন শেষে ফুটবলারদের কাছে গ্রুপের শেষ ম্যাচে জয়ের আবদার করলেন উপস্থিত সবুজ-মেরুন জনতা। বুধবার ডুরান্ড কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগান খেলবে (ATK Mohun Bagan will play against Indian Navy on Wednesday)। ওই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার ৷ হাইভোল্টেজ ম্যাচের দু'দিনের ব্যবধানে ফের ম্যাচ খেলা নিয়ে উষ্মা থাকলেও তাকে অজুহাত হিসেবে খাঁড়া না-করে জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ফের অনুশীলনে। বড় ম্যাচে যারা খেলেছেন, তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। মাঠে কয়েক পাক দৌড়ে হুগো বুমোস (Hugo Boumous), জনি কাউকো (Jony Kauko), লিস্টন কোলাসোরা (Liston Colaco) ফিরে যান। বাকিরা যদিও চুটিয়ে অনুশীলন করলেন।

আরও পড়ুন: স্ট্রাইকার সমস্যা নিয়ে চিন্তিত নন, ডার্বি জিতে ইস্টবেঙ্গলের প্রশংসায় ফেরান্দো

তবে দলের গোলের সুযোগ নষ্ট করার বিষয়টি যে চিন্তায় রেখেছে, তা জুয়ান ফেরান্দো গোপন করছেন না। যদিও মুখে বলছেন, 'গোলের সুযোগ তৈরি হওয়ায় আসল।' ডার্বি জয় এটিকে মোহনবাগানের কাছে অতীত। কারণ, মুম্বই সিটি এফসি কিশোরভারতী স্টেডিয়ামে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ায় রাজস্থান ইউনাইটেড কিছুটা হলেও ব্যাকফুটে। কারণ তাদের বিরুদ্ধে 5-1 গোলে জয় মুম্বইয়ের শেষচারে জায়গা নিশ্চিত করেছে। এই অবস্থায় বুধবার যদি ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে এটিকে মোহনবাগান বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে তাহলে শেষচার নিশ্চিত করবে তারাও।

ABOUT THE AUTHOR

...view details