হায়দরাবাদ, 9 মার্চ: বারপোস্ট, গোললাইন সেভ, গোলরক্ষকদের বিশ্বস্ত দস্তানায় লক্ষ্মীবারে নিজামের শহরে স্কোরবোর্ড গোলশূন্য। আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের দ্বৈরথ অমিমাংসিত থাকার অর্থ হল দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাডভান্টেজ মেরিনার্স। সেদিক থেকে গাচিবৌলিতে ড্র ফাইনালে ওঠার পথে জুয়ান ফেরান্দোর দলের নৈতিক জয়ও বলা যেতে পারে (ATK MB vs HFC semi final first leg ended in a draw) ৷
বার্থোলোমিউ ওগবেচে চোটের কারণে পরিবর্ত হিসেবে নামলেন। যদিও নাইজিরিয়ানের প্রথম একাদশে না-থাকার প্রভাব বুঝতে দেননি নিখিল পূজারি, মহম্মদ ইয়াসিররা ৷ অন্যদিকে এটিকে মোহনবাগান ম্যাচের আগে আক্রমণাত্মক ফুটবলের কথা বললেও বেশিরভাগ সময় গুটিয়েই থাকল। যার নেপথ্যে অবশ্যই ফরাসি মিডিও হুগো বুমোসের বিবর্ণ ফুটবল। তিনি খেললে সবুজ-মেরুন আক্রমণে ঝাঁঝ বাড়ে। দিমিত্রি পেত্রাতোস রয়েছেন বটে কিন্তু বাগানের ঋত্বিক ফরাসি মিডফিল্ডারই। বিরতির আগে ইয়াসিরের দৌড়ে সবুজ-মেরুন ব্যাকফুটে ছিল। রক্ষণে স্লাভকো এবং তেকাঠির নীচে বিশাল কাইথ না-থাকলে ফের হায়দরাবাদ থেকে মুখ চুন করে ফিরতে হত এটিকে মোহনবাগানকে।
চিয়ানিজের হেড যেভাবে বিশাল কাইথ বাঁচালেন তাতে আইএসএলের গোল্ডেন গ্লাভস সবুজ-মেরুন গোলরক্ষকের হাতে উঠলে তা নায্যবিচারই হবে ৷ অন্যদিকে, শুভাশিস বসুর সেন্টার থেকে মনবীরের হেড করে বাড়ানো বল প্রীতম কোটাল কীভাবে গোললাইন পার করাতে ব্যর্থ হলেন, তা নিয়ে তদন্ত কমিটি গঠিত হতে পারে। একইভাবে হায়দরাবাদের পতন রুখলেন গোলরক্ষক গুরমিত সিংও। মনবীর সিং'য়ের শট দ্বিতীয়ার্ধে হ্যান্ডশেকিং দূরত্ব থেকে বাঁচালেন তিনি। কাইথের মত গুরমিতে দস্তানায় থামলেন পেত্রাতোসরা। প্রথমার্ধের সিংহভাগ দাপট দেখিয়েও হায়দরাবাদ মেরিনার্সের রক্ষণ ভাঙতে না-পারার কারণ স্লাভকো। সতীর্থদের ত্রুটি একক দক্ষতায় ঢাকলেন সার্বিয়া মন্টেনেগ্রোর ডিফেন্ডার। ম্যাচের সেরাও তিনি।
আরও পড়ুন:এবার ডাংগুলিতেও ইস্টবেঙ্গল হারবে, হকি ডার্বি জিতে কটাক্ষ বাগান সচিবের
বিরতির পর এটিকে মোহনবাগান ছন্দে ফিরলেও তা হায়দরাবাদ রক্ষণকে সেভাবে সমস্যায় ফেলতে ব্যর্থ। হুগো বুমোস এতটাই বেরঙিন যে তাঁকে তুলে নিতে বাধ্য হলেন ফেরান্দো। ম্যাচ শেষে সবুজ মেরুন কোচ বলছেন তিনি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পারফরম্যান্সে খুশি নন। কঠিন ম্যাচ হবে ধরে নিলেও যেভাবে খেলতে চেয়েছিলেন তা হয়নি। ফিরতি ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে ত্রুটি শুধরে নতুনভাবে শুরু করতে চাইছেন বাগানের চাণক্য। তাই গোলশূন্য ড্র'য়ে আদতে অ্যাডভান্টেজ মেরিনার্স।