কলকাতা, 25 জানুয়ারি:বার বার আটবার ৷ শনিবারের যুবভারতীতে ইস্টবেঙ্গলকে 2-0 হারিয়ে আইএসএল ডার্বিতে একশো শতাংশ জয়ের ধারা বজায় রাখল এটিকে মোহনবাগান (ATK MB beat EBFC in Kolkata Derby) ৷ সেইসঙ্গে প্লে-অফে ঘরের মাঠে খেলা নিশ্চিত করল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ প্লে-অফে যাতে ঘরের মাঠে খেলার সুবিধে নিশ্চিত করা যায়, সেই কারণেই এদিনের বড় ম্যাচ আরও বেশি করে জিততে চাইছিল সবুজ-মেরুন ৷
প্রথমার্ধে এদিন লড়াই হল হাড্ডাহাড্ডি ৷ এটিকে মোহনবাগানের দাপট যে অনেক বেশি ছিল সে বিষয়ে সন্দেহ নেই, তবে রক্ষণ জমাট ছিল লাল-হলুদের ৷ দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দিলেন দামানোভিচ এবং পেত্রাতোস ৷ এই জয়ের ফলে 20 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করল জুয়ান ফেরান্দোর ছেলেরা। প্লে-অফে আগামী 4 মার্চ ওড়িশার মুখোমুখি হবে তাঁরা (ATK MB to face Odisha fc in paly-off at YBK) ৷ পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা দল বনাম প্রথম তিনে ঢুকতে চাওয়া দলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে উত্তেজক ফুটবল দ্বৈরথ ৷ সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভালো ফুটবল পারফরম্যান্স, অথচ তা চাক্ষুষ করল সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম দর্শক।
প্রথম পনেরো মিনিটে এটিকে মোহনবাগানের দাপট। প্রীতম কোটালের সাইড ভলি বাইরে যাওয়ার পরে পেত্রাতোসের ফ্রি-কিক বাইরে যায়। এরপর মূলত প্রতিআক্রমনে ভর দিয়ে দু'বার গোলের পরিস্থিতি তৈরি করেছিল ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং এবং সুহের ভিপি গোলের সুযোগ নষ্ট না-করলে হয়তো ছবিটা বদল হত। জমাট রক্ষণে বুমোস-পেত্রাতোসদের আটকাতে চেয়েছিলেন স্টিফেন। তাঁর লক্ষ্য ভুল ছিল বলা যাবে না। কারণ ধারে-ভারে এগিয়ে থাকা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে গেলে সমস্যা বাড়ত। অন্যদিকে প্রতিপক্ষের জমাট রক্ষন ভাঙতে পারছিল না সবুজ মেরুন। হুগো বুমোসের চেয়ে দলের আক্রমনের নেতৃত্ব দিলেন পেত্রাতোস। 90 মিনিটে দলের দ্বিতীয় গোল এল তার পা থেকে,যেন ভালো ফুটবলের পুরস্কার।
আরও পড়ুন:যুবভারতী ফের মোহনভারতী ! বয়কটের ডার্বিতেও ফুল ফুটল বাগানে
দশ নম্বরে আইএসএল শেষ করল ইষ্টবেঙ্গল। স্টিফেন ম্যাচ শেষে জানালেন, এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর দলের গুণগত মানই পার্থক্য গড়ে দিল ৷ এদিন ডার্বি বয়কটের রাস্তায় হেঁটেছিলেন ইস্টবেঙ্গলে এবং মোহনবাগানের ক্লাব কর্তারা। বয়কটের সেই ডার্বি জিতে যদিও মাততে নারাজ বাগান হেডস্যর ৷ সামনে যে বড় পরীক্ষা বাকি ৷