কলকাতা, 31 অগস্ট: স্বদেশীয়ানায় ভর করে নৌ-সেনার আক্রমণ ভেঙে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলে নিল এটিকে মোহনবাগান। তবে কিশোর ভারতী স্টেডিয়ামে নৌ-সেনাকে 2-0 গোলে হারিয়েও চিন্তায় থাকল এটিকে মোহনবাগান (ATK MB beat Indian Navy by 2-0)। গোল করার ক্ষেত্রেও সমস্যা অনেকটা মিটল জুয়ান ফেরান্দোর দলের ৷ তবে রক্ষণের সমস্যা থাকছেই। সমস্ত বিদেশি ফুটবলার বিশ্রামে থাকলেও বাগান ডিফেন্স বেশ ভালোই খেলল এদিন। যদিও নৌ-সেনার আক্রমণেও তেমন ধার ছিল না।
তরুণ ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) যতক্ষণ খেললেন মাঠে ফুল ফোটালেন। একের পর এক আক্রমণ গড়লেন। ১৭ মিনিটে লেনি রডরিগেজকে (Lenny Rodrigues) দিয়ে গোলও করালেন। বহুদিন ধরে খেললেও গোল লেনির গোল করার দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে এদিন যে গোল করলেন, তাতে সমালোচকদের আবারও ভাবতে হবে। ডানদিক থেকে লেনির উদ্দেশ্যে দারুণ পাস বাড়ান ফরদিন। বল ধরে জালে জড়ান লেনি। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল ফরদিনের। তাঁর পাস থেকেই গোল করেন কিয়ান নাসিরি। নিজেও একটা গোল পেতে পারতেন ফরদিন। তাঁর একটা শট নেভি গোলরক্ষকের হাতে রেখে ক্রসবারে লাগে।