পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

World Athletics U20 Championship : ভারতে অ্যাথলিটদের বিখ্যাত হয়ে ওঠাকে ভাল দিনের সূচনা বললেন প্রধানমন্ত্রী - মিক্স রিলে রেসে ভারতের ব্রোঞ্জ

বিশ্ব অ্যাথলিট অনুর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে পদক জয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ জেতার জন্য অ্যাথলিটদের শুভেচ্ছা জানান ৷ সেই সঙ্গে এই সাফল্যকে ভারতের অ্যাথলিটে সোনার সময়ের সূচনা বলে মন্তব্য করেছেন ৷

athletics-gaining-popularity-across-india-its-a-great-sign-for-times-to-come-pm-Narendra modi
ভারতে অ্যাথলিটরা বিখ্যাত হয়ে উঠছেন, ভবিষ্যতের জন্য যা খুব ভাল : প্রধানমন্ত্রী

By

Published : Aug 23, 2021, 7:33 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট : নাইরোবিতে রবিবার শাইলি সিং লং জাম্পে মহিলাদের বিভাগে রবিবার রুপো জিতেছেন ৷ যা বিশ্ব অ্যাথলিট অনুর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারতের তিন নম্বর পদক ছিল ৷ 4x400 মিটার মিক্স রিলে রেসে ভারত ব্রোঞ্জ জিতেছে ৷ অমিত খাত্রি 10 হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতেছেন ৷ ভারতের এই প্রতিযোগিতায় সাফল্যকে ভবিষ্যতে অ্যাথলিটসে ভাল দিনের সূচনা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে একটি টুইট করেন যেখানে তিনি লিখেছেন, ‘‘সাফল্যের গতি বেড়ে চলেছে ! বিশ্ব অ্যাথলিট অনুর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ জেতার জন্য আমাদের অ্যাথলিটদের অনেক শুভেচ্ছা ৷ অ্যাথলিটরা ভারত জুড়ে বিখ্যাত হয়ে উঠছেন এবং এটা আগামী দিনের জন্য খুব ভাল লক্ষণ ৷ আমাদের কঠোর পরিশ্রম করা অ্যাথলিটদের অনেক শুভেচ্ছা ৷’’

আরও পড়ুন : World Athletic U20 Championship : 1 সেমির জন্য হাতছাড়া সোনা, লং জাম্পে রুপো শৈলীর

এ বছরের আগে পর্যন্ত ভারত বিশ্ব জুনিয়র অ্যাথলিটে চ্যাম্পিয়নশিপে মোট 4টি পদক জিতেছে ৷ 2002 সালে ডিসকাস থ্রোয়ে সীমা আন্তিল এবং 2014 সালে নভজিত কৌর ধিলন ব্রোঞ্জ পদক জেতেন ৷ এর পর 2016 সালে জ্যাভলিনে নীরজ চোপড়া সোনা জেতেন ৷ 2018 সালে হিমা দাস 400 মিটার রেসে সোনা জেতেন ৷ ভারত এবার সেই তালিকায় পৌঁছানোর কাছে চলে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details