পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Atanu-Sayani : একমঞ্চে অর্জুন ও জলকন্যা, ক্রীড়া সাংবাদিক ক্লাবে অতনু-সায়নীর সংবর্ধনা - Atanu Das and Sayani Das got felicitated

সদ্য মলোকাই চ্যানেল জয় করেছেন সায়নী দাস (Sayani Das crossed Molokai Channel) ৷ ক্রীড়া সাংবাদিক ক্লাবে তাঁকে সংবর্ধনা দেন আরেক ইংলিশ চ্যানেল জয়ী সাতারু তাহারিনা নাসরিন । উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত তিরন্দাজ অতনু দাসও । তাঁকেও সংবর্ধিত করা হয় ।

Atanu Das and Sayani Das
একমঞ্চে অর্জুন ও জলকন্যা

By

Published : May 12, 2022, 9:30 AM IST

কলকাতা, 12 মে : একমঞ্চে অতনু-সায়নী । বুধবার স্টেট গেমসের সাংবাদিক সম্মেলনে সংবর্ধিত হলেন সদ্য মলোকাই চ্যানেল জয় করা সায়নী । এশিয়ার প্রথম মহিলা হিসেবে এই নজির গড়েছেন কালনার সাঁতারু । তাঁর এই কৃতিত্বের জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও নিজের দফতরে ডেকে অভিনন্দন জানিয়েছেন । অভিনন্দন বার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও । ক্রীড়া সাংবাদিক ক্লাবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত তিরন্দাজ অতনু দাসও । তাঁকেও সংবর্ধিত করা হয় (Atanu Das and Sayani Das got felicitated) ।

বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা সায়নী এর আগে ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল জয় করেছেন । আপাতত সংবর্ধনায় ভাসলেও ইতিমধ্যেই পরবর্তী লক্ষ্য নিউজিল্যান্ড নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন তিনি । এদিন সায়নীকে সংবর্ধনা দেন আরও এক ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু তাহরিনা নাসরিন ।

অন্যদিকে, আগামী শুক্রবার থেকে রাজ‍্যে শুরু হচ্ছে অষ্টম নেতাজি সুভাষচন্দ্র স্টেট গেমস । গেমসের উদ্বোধন হবে হরিণঘাটার মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলেজ (ম‍্যাকাউট) ক‍্যাম্পাসে । এই ক‍্যাম্পাসে উদ্বোধন হলেও গেমসের অন‍্য খেলাগুলি হবে হাওড়া, হুগলি এবং সল্টলেক সাই কমপ্লেক্সে ।

অতনু দাস এবং সায়নী দাস

আরও পড়ুন : সৌরভই অনুপ্রেরণা, জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে বললেন মৌমা

হরিণঘাটায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবার যৌথভাবে স্টেট গেমস পরিচালনা করছে বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশন । বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে বিওএ-র সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবার মোট 43টি ইউনিট রয়েছে । ইভেন্টের সংখ‍্যা 25টি । প্রতিযোগীর সংখ‍্যা 5000 । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একঝাঁক খেলোয়াড় ।’’ সাংবাদিক সম্মেলনে ছিলেন বিওএ-র সচিব জহর দাস, সহ-সভাপতি রামানুজ মুখোপাধ্যায়, কমল মৈত্র, রুপেশ কররা ।

ABOUT THE AUTHOR

...view details