কলকাতা, 12 সেপ্টেম্বর : 15 সেপ্টেম্বর এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য দল গড়বেন জাতীয় নির্বাচকরা ৷ দোহাতে 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ । শেষ হবে 5 অক্টোবর । তবে, দল গড়ার আগে নির্বাচকরা সমস্যায় পড়েছেন ৷ দিল্লির সোনিপথে পাবলিক স্কুলে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় শিবির বসেছে ৷ টিটিএফআই এই প্রতিযোগিতায় ভাল ফলের কথা বললেও, মেয়েদের দল নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হয়েছে ৷
দেশের সেরা তিন মহিলা টিটি খেলোয়াড় মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায় এবং মাধুরিকা পাটেকর চলতি জাতীয় শিবিরে যোগ দেননি ৷ ফলে ঐহিকা মুখোপাধ্যায়, অর্চনা কামাথ, শ্রীজা আকুলা ছাড়া এই মুহূর্তে বড় নাম নেই ভারতীয় দলের শিবিরে ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে ফেরার পর মণিকা বাত্রাকে নিয়ে ভারতীয় টেবিল টেনিস এই মুহূর্তে সরগরম ৷ টিটিএফআই-এর শোকজের জবাবে জাতীয় দলের কোচের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছেন মণিকা বাত্রা ৷ তার পর থেকেই অস্বস্তিকর পরিবেশ টেবিল টেনিস ফেডারেশনের অন্দরে ৷ ইতিমধ্যে, এই সমস্যার হাল খুঁজতে চিরঞ্জিত চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গড়েছে টিটিএফআই ৷ কমিটির আহ্বায়ক অরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবেন ৷