পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: জমকালো এশিয়ান গেমসের উদ্বোধন, শুভেচ্ছেবার্তা মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিয়ুয়ান এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ আইকনিক স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো এই অনুষ্ঠানে ভারতের দলটির নেতৃত্বে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন এবং হরমনপ্রীত সিং। প্যারেড অফ নেশনস-এ ভারতীয় দলে প্রবীণ টেনিস তারকা রোহন বোপান্না-সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদও অংশগ্রহণ করেছিলেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 11:09 PM IST

হ্যাংঝাউ, 23 সেপ্টেম্বর:এক বছর পিছিয়ে শনিবার হ্যাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে 19 তম এশিয়ান গেমস শুরু হল। আর ভারতীয় অ্যাথলিটদের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চিনা সঙ্গীতের সঙ্গে বিভিন্ন দেশের অ্যাথলিটদের প্যারেড অফ নেশনসেও দেখা যায় ৷ যদিও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিয়ুয়ান এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ আইকনিক স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো এই অনুষ্ঠানে ভারতের দলটির নেতৃত্বে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন এবং হরমনপ্রীত সিং। প্যারেড অফ নেশনস-এ ভারতীয় দলে প্রবীণ টেনিস তারকা রোহন বোপান্না-সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদও অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় পুরুষ অ্যাথলিটরা একটি ফুল প্রিন্ট করা জ্যাকেট এবং সোনালি রঙের কুর্তা পরেছিলেন ৷ অন্যদিকে, মহিলা ক্রীড়াবিদরা এদিনের প্যারেডে শাড়ি পরেছিলেন।

এদিন প্রধানমন্ত্রী টুইট করে জানান, "এশিয়ান গেমস শুরু হওয়ার সঙ্গে আমি ভারতীয় দলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এশিয়ান গেমসে আমাদের সবচেয়ে বড় দল পাঠানোর মাধ্যমে খেলাধুলার প্রতি ভারতের আবেগ এবং প্রতিশ্রুতি উজ্জ্বল হয়। আমাদের ক্রীড়াবিদরা যেন ভালো খেলতে পারে এবং সত্যিকারের খেলাধুলার চেতনা কী তা প্রদর্শন করে।"

ভারপ্রাপ্ত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি রণধীর সিংও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ একই সঙ্গে এদিন ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিতেও দেখা যায় ৷ উল্লেখযোগ্যভাবে, এদিন আফগানিস্তানের ক্রীড়াবিদরাও উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেড অফ নেশনসে অংশ নেয় ৷ রণধীর সিং প্রেসিডেন্ট শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে হ্যাংঝাউ এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা উত্তোলন করা হয়।

রণধীর সিং গেমসের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আয়োজক কমিটি এশিয়ান গেমসের প্রস্তুতিতে দুর্দান্ত কাজ করেছে। মহামারীর কারণে এক বছরের জন্য স্থগিত হওয়া ওসিএ ইতিহাসে নজিরবিহীন ছিল। তবে আপনাদের অধ্যবসায় এবং সংকল্প আগামী 16 দিনের মধ্যে ফল দেবে ৷ আপনাদের সর্বকালের সবচেয়ে দুর্দান্ত এবং সফল এশিয়ান গেমস দিতে চলেছেন ৷ ওসিএ আপনাদের স্যালুট জানাচ্ছে ৷"

আরও পড়ুন: এশিয়াডে পদকের আশায় মেহুলি, চোয়াল শক্ত রেখে নামতে চান কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে

উল্লেখযোগ্যভাবে, 1990 সালে বেইজিং এবং 2010 সালে গুয়াংঝো-এর পর টুর্নামেন্টের ইতিহাসে চিন তৃতীয়বারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছিল। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল শিল্পীদের নৃত্য পরিবেশন করে এবং একটি লাইট শো যা চিনের ঐতিহ্য এবং তাদের ভবিষ্যৎ উপাদানগুলির একত্রিত হওয়াকে প্রদর্শন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারও দেখা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details