হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: আজ এশিয়ান গেমসের সপ্তম দিন ৷ ইতিমধ্যেই ভারত বেশ কিছু ইভেন্টে পদক জিতে ফেলেছে। তারমধ্যে বেশিটাই এসেছে শুটিংয়ে ৷ এখনও বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে। আজ সকালেই অ্যাথলেটিক্সের কিছু ইভেন্টে পদক নিশ্চিত হয়েছে ৷ পদক তালিকায় ষষ্ঠ স্থান থেকে চারে উঠে এসেছে ভারত। 8টি সোনা, 12টি রুপো এবং 13টি ব্রোঞ্জ পেয়েছে দেশ। আজও একাধিক ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে নামবে ভারত। চোখ থাকবে পদকের দিকে ৷ দেখে নেওয়া যাক ভারতের আজকের গুরুত্বপূর্ণ ইভেন্ট কী...
তবে চলতি এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেই চলেছে শুটিং। এই ইভেন্ট থেকে একের পর এক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন। তার মধ্যে ওয়েটলিফটিংয়ে গ্রুপ বি-তে নামবেন মীরাবাই চানু। এছাড়াও 55 কেজি বিভাগে নামবেন বিন্দারানি দেবী। টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল পর্ব রয়েছে। এছাড়াও রোলার স্কেটিংয়ের এলিমিনেটরের ফাইনালে নামবে ভারত। রয়েছে বক্সিংয়ে পুরুষ এবং মহিলাদের বেশ কিছু বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷