হ্যাংঝাউ, 5 অক্টোবর:মেয়েদের তিরন্দাজিতে সোনার পর স্কোয়াশে সোনা পেল ভারতীয় জুটি ৷ বৃহস্পতিবার এশিয়ান গেমসে মালয়েশিয়া জুটিকে পরাজিত করল দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং জুটি ৷ এই জয়ের কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছে ভারতের ক্রীড়া দফতর বা সাই ৷ ফাইনালে 2-0 পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছেন তাঁরা ৷ সৌরভ ঘোষাল পুরুষদের সিঙ্গল স্কোয়াশে হংকংয়ের চি হিন হেনরি লিয়াংকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷
এদিন দীপিকা ও হরিন্দরের প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার আইফা আজমান এবং মহম্মদ সিয়াফিক বিন মহম্মদ কামাল ৷ 35 মিনিটের এই লড়াইয়ে ভারতের ঝোড়ো 11-10 11-10 পয়েন্টের কাছে হার মানল মালয়েশিয়া জুটি ৷ মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা-হরিন্দর জুটির মুখোমুখি হয়েছিলেন হংকংয়ের লি কা ই এবং ওং চি হিম ৷ 2-1 পয়েন্টে হংকংকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারতীয় মিক্সড ডাবলস জুটি ৷
খেলার শুরুতে মালয়েশিয়ার দাপটে কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছিল ভারত ৷ খেলার মধ্যে একটা সময় মনে হচ্ছিল, ভারতীয় জুটি মনঃসংযোগ হারিয়ে ফেলেছেন ৷ এদিকে মালয়েশিয়া জুটি পরপর 7টি পয়েন্ট জিতে 3-9 থেকে 10-9 পয়েন্টে পৌঁছে যায় ৷ তবে শেষে 10-11 পয়েন্টে মোড় ঘুরিয়ে জয়ী হন ভারতীয় জুটি ৷ এই এশিয়ান গেমসে দীপিকার এর আগে ব্রোঞ্জ পেয়েছেন ৷ তিনি মেয়েদের স্কোয়াশে পদক পেয়েছেন ৷ আর আজ এই সোনা পেয়ে 32 বছরের দীপিকা মোট 6টি পদক পেলেন ৷