পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

একমাস পর কোরোনামুক্ত ডিংকো সিং - এশিয়ান গেমস

ক্যানসারের চিকিৎসা চলাকালীনই কোরোনায় আক্রান্ত হন ডিংকো ৷ কোরোনার চিকিৎসা শুরু হয় তাঁর ৷ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কঠিন পরিশ্রমের ফসল হিসেবে দীর্ঘ এক মাস পর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁর সুস্থতার কথা সোশাল মিডিয়ায় জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷

image
ডিংকো সিং

By

Published : Jul 4, 2020, 11:54 PM IST

ইম্ফল, 4 জুলাই : কোরোনাকে হারিয়ে ফিরে এলেন এশিয়ান গেমসে সোনাজয়ী মণিপুরের বক্সার ডিংকো সিং ৷ মারণ রোগ ক্যানসারে ভুগছেন দীর্ঘদিন ৷ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়ই কোরোনা আক্রান্ত হন এই বক্সার ৷ কিন্তু দীর্ঘ 1 মাসের কঠিন লড়াইয়ের পর কোরোনাকে নকআউট করলেন ডিংকো ৷

মে মাসে দিল্লিতে ক্যানসারের চিকিৎসা চলাকালীনই কোরোনায় আক্রান্ত হন ডিংকো ৷ কোরোনার চিকিৎসা শুরু হয় তাঁর ৷ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কঠিন পরিশ্রমের ফসল হিসেবে দীর্ঘ এক মাস পর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁর সুস্থতার কথা সোশাল মিডিয়ায় জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ দিল্লি থেকে ফেরার পর এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সিং আইকন ডিংকো সিংয়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এটা শুনে সত্যই খুব ভালো লাগছে ৷ RIMS এ ওর দেখভাল করা ও সুস্থ করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অসংখ্য ধন্যবাদ ৷’’

আরও পড়ুন :- ফের কোরোনায় আক্রান্ত মাশরাফি মোর্তাজা

সংবাদ সংস্থা PTI কে বক্সার ডিংকো সিং জানান, ‘‘ হাসপাতালে পাঁচ বার আমার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আমার পরে যাঁরা কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৷ কিন্তু আমি একই জায়গায় থেকে যাই ৷ হয়ত অন্য কোনও কারণে আমার সুস্থ হতে দেরি হল ৷ তবে এই কদিনের অভিজ্ঞতা ছিল বেদনাদায়ক ৷ চিকিৎসক ও নার্সদের অসংখ্য ধন্যবাদ ৷ ’’

1998 সালে ব্যাঙ্ককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথম ভারতীয় বক্সার হিসেবে সোনা জয় করেন তিনি ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 19 বছর ৷ তাঁর এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি ৷ 2013 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান ৷ অর্জুন পুরস্কারও জেতেন এই বক্সার ৷

ABOUT THE AUTHOR

...view details