ইম্ফল, 4 জুলাই : কোরোনাকে হারিয়ে ফিরে এলেন এশিয়ান গেমসে সোনাজয়ী মণিপুরের বক্সার ডিংকো সিং ৷ মারণ রোগ ক্যানসারে ভুগছেন দীর্ঘদিন ৷ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়ই কোরোনা আক্রান্ত হন এই বক্সার ৷ কিন্তু দীর্ঘ 1 মাসের কঠিন লড়াইয়ের পর কোরোনাকে নকআউট করলেন ডিংকো ৷
মে মাসে দিল্লিতে ক্যানসারের চিকিৎসা চলাকালীনই কোরোনায় আক্রান্ত হন ডিংকো ৷ কোরোনার চিকিৎসা শুরু হয় তাঁর ৷ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কঠিন পরিশ্রমের ফসল হিসেবে দীর্ঘ এক মাস পর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁর সুস্থতার কথা সোশাল মিডিয়ায় জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ দিল্লি থেকে ফেরার পর এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সিং আইকন ডিংকো সিংয়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এটা শুনে সত্যই খুব ভালো লাগছে ৷ RIMS এ ওর দেখভাল করা ও সুস্থ করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অসংখ্য ধন্যবাদ ৷’’