পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Cup Qualifier : এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রাহুল ভেকে

কলকাতায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিনটি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল ৷ 2019 সালে শেষবার ভারতীয় দল কলকাতায় খেলেছিলেন সুনীল ছেত্রীরা (Asian Cup Qualifier India vs Cambodia Preparation) ৷ 3 বছর পর ফের যুবভারতীতে নামবে ভারতীয় ফুটবল দল ৷

Asian Cup Qualifier India vs Cambodia Preparation
Asian Cup Qualifier India vs Cambodia Preparation

By

Published : Jun 6, 2022, 5:54 PM IST

কলকাতা, 6 জুন : এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (Asian Cup Qualifier) প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে রাহুল ভেকে অনিশ্চিত ৷ তাঁর চোটের অবস্থার উন্নতি না হওয়াতেই যাবতীয় অনিশ্চয়তা তৈরি সৃষ্টি ৷ বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দল তাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিনটি ম্যাচের প্রথমটি খেলবে (Asian Cup Qualifier India vs Cambodia Preparation) ৷ আপাতত কোচ ইগর স্টিমাচের অধীনে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল ৷ এমনকি এই টুর্নামেন্টের সাফল্যের উপর নির্ভর করছে স্টিমাচের চাকরি ৷

2019 সালে ভারতীয় দল শেষবার কলকাতায় খেলেছিল ৷ প্রাক বিশ্বকাপের সেই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে ৷ কোভিড বিধিনিষেধের ঘেরাটোপ পেরিয়ে তিন বছর পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন সুনীল ছেত্রীরা ৷ ইতিমধ্যে পঞ্চাশ হাজার টিকিট ছাড়া হয়েছে ৷ যা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ সম্ভবত এই পর্বের পরেই ফুটবল বুট তুলে রাখতে চলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ তবে, ব্যক্তিগত সিদ্ধান্ত সরিয়ে ভারতীয় দলের চোখ শুধুমাত্র ম্যাচে ৷ রাহুল ভেকে না খেলতে পারলে, তাঁর বদলে কে প্রীতম কোটালের সঙ্গে জুটি বাঁধবেন ? তা নিয়ে চিন্তায় রয়েছেন স্টিমাচ ৷

আরও পড়ুন : Leo Messi Nets Five Goals : আর্জেন্তিনার হয়ে প্রথম পাঁচ গোল মেসির, পেলেকে ছাপিয়ে উঠে এলেন দু'নম্বরে

8 জুন, বুধবার কম্বোডিয়ার বিরুদ্ধে ভরা স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে ধরে নিয়ে ভারতীয় দলের সদস্যরা রোমাঞ্চিত (India vs Cambodia) ৷ আশিক কুরিয়ান বলছেন, ‘‘অতিমারির কারণে ফুটবল ভক্তদের সামনে পারফরম্যান্স করা যায়নি ৷ তাই তাঁদের গ্যালারিতে ফিরে আসা অনুপ্রেরণার ৷’’ ভারতীয় দলের খেলা মাঠে উপস্থিত থেকে দেখার সুযোগ যেমন দর্শকরা পাননি, তেমনিই তাঁদের সমর্থনের জোশ থেকে বঞ্চিত হয়েছেন ফুটবলাররা ৷ তাই ফুটবলের মক্কা কলকাতায় মাঠে বসে দর্শকের খেলা দেখা একটা ভাল দিক ৷ যা ভাল পারফরম্যান্স করে কাজে লাগাতে হবে ৷

সাত বছর পরে ভারতীয় দলে ফিরে এসেছেন হরমনজিৎ খাবরা ৷ কলকাতার ফুটবল উন্মাদনার সঙ্গে তিনি পরিচিত। নিজের ফুটবলার হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই শহরের ফুটবল আবহের ভূমিকার কথা তার মুখে। প্রত্যাবর্তনের পর্বকে তিনি স্মরণীয় করতে চাইছেন। সব মিলিয়ে আট জুন কম্বোডিয়া, 11 জুন আফগানিস্তান এবং 14 জুন হংকং এর বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ দিয়ে আর্ন্তজাতিক ম্যাচে ফিরছে কলকাতা ৷

ABOUT THE AUTHOR

...view details