কলকাতা, 6 জুন : এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (Asian Cup Qualifier) প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে রাহুল ভেকে অনিশ্চিত ৷ তাঁর চোটের অবস্থার উন্নতি না হওয়াতেই যাবতীয় অনিশ্চয়তা তৈরি সৃষ্টি ৷ বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দল তাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিনটি ম্যাচের প্রথমটি খেলবে (Asian Cup Qualifier India vs Cambodia Preparation) ৷ আপাতত কোচ ইগর স্টিমাচের অধীনে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল ৷ এমনকি এই টুর্নামেন্টের সাফল্যের উপর নির্ভর করছে স্টিমাচের চাকরি ৷
2019 সালে ভারতীয় দল শেষবার কলকাতায় খেলেছিল ৷ প্রাক বিশ্বকাপের সেই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে ৷ কোভিড বিধিনিষেধের ঘেরাটোপ পেরিয়ে তিন বছর পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন সুনীল ছেত্রীরা ৷ ইতিমধ্যে পঞ্চাশ হাজার টিকিট ছাড়া হয়েছে ৷ যা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ সম্ভবত এই পর্বের পরেই ফুটবল বুট তুলে রাখতে চলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ তবে, ব্যক্তিগত সিদ্ধান্ত সরিয়ে ভারতীয় দলের চোখ শুধুমাত্র ম্যাচে ৷ রাহুল ভেকে না খেলতে পারলে, তাঁর বদলে কে প্রীতম কোটালের সঙ্গে জুটি বাঁধবেন ? তা নিয়ে চিন্তায় রয়েছেন স্টিমাচ ৷